তোমাকে আমার অনেক ভালো লাগে।
ভালো লাগে তোমার মিশকালো চুল,
ভালো লাগে তোমার ঐ মায়া হরিণী চোখ;
ভালো লাগে তোমার কোমল পায়ে হেটে চলা।
আমি তোমাকে আমার বা-পাজরের
হৃৎপিন্ডের ভেতর রাখতে চাই।
তোমাকে নিয়ে জোছনা দেখতে চাই;
ঘুরতে চাই তারার হাটে।
মেয়েটিকে কথাগুলো বলতে গিয়ে
বার বার ফিরে আসে ছেলেটি।
কি যেন অজানা ভয় তাড়া করে ছেলেটিকে।
ছেলেটি ও মেয়েটি,
তারা একই ক্লাসে পড়ে।
প্রথম যেদিন মেয়েটিকে দেখেছিল,
নির্বাক তারকারাজির মত
পলকহীন দৃষ্টিতে চেয়েছিল ছেলেটি।
জীবনানন্দের মত তার মনে হয়েছিল-
হাজার বছর ধরে আমি দেখিতেছি তারে।
রবীন্দ্রনাথের মতো তারও মনে হয়েছিল,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
সেই চেনা চাহনিতে আজও
চেয়ে থাকে ছেলেটি।
হয়নি বলা সেই মনের কথাটি,
শোনগো ভালোবাসি তোমায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২৩