প্রতিদিনই ঘটনাস্থল থেকে অসংখ্য ছবি তুলছি। কিন্তু সারাদিন আন্দোলন করে রাতে বাসায় ফিরে ক্লান্ত শরীর নিয়ে আর কাজ করতে ইচ্ছা করে না। সেজন্য আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করবো করবো বলেও শেয়ার করা হয়ে উঠে না। গতকালের , তান্ডবের সময় তোলা কিছু আজ সময় পেয়ে এখানে শেয়ার করলাম।
এক আন্দোলনকারীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ।
পুলিশ তাকে গাড়িতে উঠানোর সময় অশ্রাব্য ভাষায় গালাগাল করে।
মনে হচ্ছে পাক বাহিনীর ডিজিটাল সংস্করণ
প্রশাসনের চাপে অনুষ্ঠিত পরীক্ষার হল থেকে বেরিয়ে এসেই এই শিক্ষার্থীরা পুলিশী গ্রেফতারের কবলে পড়ে।
গতকাল বেলা আড়াইটার দিকে তাদের প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। উদ্বিগ্ন এই শিক্ষার্থী কোন আপনজনকে মোবাইল ফোনে জানাচ্ছে সে খবর।
না এটা যুদ্ধবিধ্বস্ত ইরাক কিংবা আফগানিস্তানের কোন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সৈন্যের ছবি নয়। আমার প্রিয় ক্যাম্পাসে আমার ভাইকে অত্যাচার করার জন্য এগিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনীর এক সদস্য
নাম না জানা এক শিক্ষার্থী এভাবেই রাস্তায় পড়ে থাকে পুলিশের বেধড়ক পিটুনি খেয়ে। কী দোষ তার!
বেধড়ক পেটানো হচ্ছে এক ছাত্রকে
পুলিশের হামলা থেকে রেহাই পায়নি ছাত্রীরাও
ছাত্রীরা পুলিশের মার খেয়ে তাদের আব্রুও রক্ষা করতে পারেনি
ছবিটা দেখে ২১ আগস্টে শেখ হাসিনার সভায় বোমা হামলার পরবর্তী দৃশ্যই মনে পড়ে
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১০ সকাল ৭:১৯