সুদ নাই তো পুঁজিবাদ নাই। পুঁজিবাদের কণ্টকাকীর্ণ বৃক্ষকে আহার যোগায় সুদ। পুঁজিবাদী আগ্রাসন আজ সারা দুনিয়া গ্রাস করছে যে সুদ সাম্রাজ্যের উপর ভিত্তি করে, তাকে আমরা কতটুকু চিনতে পেরেছি? ‘সুদ’ এবং ‘পূঁজিবাদ’ তাই প্রসঙ্গক্রমে বইতে বারংবার ঘুরে ফিরে এসেছে। এই বইয়ের ৯টি অধ্যায়ে বুদ্ধিবৃত্তিকভাবে সুদকে ব্যবচ্ছেদ করা হয়েছে বিভিন্ন আঙ্গিকে। যদি প্রশ্ন করি, দেখি বলুন তো সুদের কারণে কিভাবে আপনার দেহে রোগ বালাই সৃষ্টি হচ্ছে? কিংবা সুদ কিভাবে ‘সাম্রাজ্যবাদ’কে উস্কে দেয় বলতে পারেন? বলতে পারেন, কিভাবে পূঁজিবাদী অর্থব্যবস্থা আপনার ভেতরে বুনে দিচ্ছে স্বার্থপরতার নগ্ন বীজ? আরোও অনেক প্রশ্নের উত্তর পাবেন এই বইতে।
সুদ ও পুঁজিবাদের উপর আমার সকল প্রবন্ধ নিয়ে একটি সংকলন বের হচ্ছে নতুন একটি বই: স্বার্থপতার অর্থনীতি। ঐতিহ্য প্রকাশনীর ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ এবারের ২০২৫ এর বইমেলায়। পড়ার আমন্ত্রণ রইল আপনার কাছে।
https://sites.google.com/view/sharthoporotarorthoniti
https://www.facebook.com/sharthoporotarorthoniti
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪২