বেঁচে থাকো রাষ্ট্রহীন,
বেঁচে থাকো রাষ্ট্রহীন পাখির মতন;
নীলাভ শূন্যতায় হোক তোমার উড়াল।
তোমাকে রক্তাক্ত করে সীমান্তের হিংস্র আক্রোশ!
অদ্ভুত এক মানচিত্রের লোক তুমি হে,
যে মানচিত্র আজও তার গন্ডী চেনে নি !
বেঁচে থাকো রাষ্ট্রহীন,
বেঁচে থাকো রাষ্ট্রহীন বাউলের মতন;
মানুষ-ভজন হোক তোমার সাধন।
আমরাও শহরের কিছু দলছুট লোক;
যূথবদ্ধ আদিম জীবনে ফিরে যাব বলে
রাষ্ট্রহীন জীবনের লক্ষ্যে দীর্ঘকাল হল দীক্ষা নিয়েছি;
তাই-
তোমাকে আমাদের আজ বড় প্রয়োজন হে।
আমরা আসছি।
ততদিন-
বেঁচে থাকো রাষ্ট্রহীন,
বেঁচে থাকো সম্পূর্ণ স্বাধীন।