যুদ্ধবিধ্বস্ত দামেস্ককে বাদ দিলে ঢাকা শহর পৃথিবীতে বসবাসের জন্য নিকৃস্টতম শহর। অন্যদিকে উন্নয়নের ফিরিস্তি শুনতে শুনতে সবার কান ঝালাপালা।
আমার সমস্ত জীবন কেটেছে ঢাকা শহরে। কখনই ঢাকা পৃথিবীতে বসবাসের জন্য নিকৃস্টতম শহর হবার কথা নয়। সীমাহীন দূর্নীতি, লুটপাট আর অপরিকল্পিত উন্নয়নের ফল আজকের এই নিকৃস্ট ঢাকা।
জনগনের হাজার কোটি টাকা খরচ করে আকাশ-কুসুম প্রকল্প বাস্তবায়ন করা হয়, আকাশে পাঠানো হয় স্যাটেলাইট। অথচ মানুষের মৌলিক নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করতে সরকার ব্যর্থ। এজন্যই আজ ঢাকা শহর পৃথিবীতে বসবাসের জন্য নিকৃস্টতম শহর।
আমাদেের এলাকাতে এক রিক্সাচালক ছিলো। এক কোরবানির ঈদে কোরবানির মাংস কাটার সময়, হটাৎ করে পাশের বাসার আংকেলকে বাসায় ডেকে পাঠানো হয়। ফিরে আসার পর আংকেলের কাছে শুনলাম তার বাসার পাশের বস্তিতে এক মহিলা বিষ খেয়ে আত্মহত্যা করার চেস্টা করেছে। এই মহিলার স্বামী রিক্সা চালায়। রিক্সা চালকের ছেলে আব্দার ধরেছে এবার তাদের কোরবানি দিতে হবে। কোরবানি না দিলে বন্ধু-বান্ধবদের কাছে ছেলের প্রেস্টিজ আর থাকছে না। গরীব রিক্সা চালকের পক্ষে কোরবানি দেবার টাকা জোগাড় করা সম্ভব না। আর তাই ছেলের বেইজ্জতি সহ্য করতে না পেরে রিক্সওয়ালার বউ বিষ খেয়ে আত্মহত্যা করার চেস্টা করেছে। এই রিক্সা চালকের জন্য কোরবানি বাধ্যতামূলক ছিলো না এবং তার বউও নিশ্চয় সেটা জানত। কিন্তু ছেলের বেসম্ভব আব্দার মিটাতে গিয়ে সবার জন্য কস্ট আর দু:খ ডেকে আনলো। আমাদের দেশের সরকারেরও উচিৎ আকাশ-কুসুম মার্কা উন্নয়ন প্রকল্প বাদ দিয়ে জনগনের মৌলিক নাগরিক সুবিধাগুলি নিশ্চত করতে মনোনিবেশ করা।
খবর:
বিশ্বের কোন কোন শহর বসবাসের জন্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ - তার একটি তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট বা ই আই ইউ।
সেই তালিকার দুই নম্বরে আছে ঢাকা। তবে সেটা নিচের দিক থেকে। অর্থাৎ বসবাসের অযোগ্য হিসেবে বিশ্বের যেসব শহরের নাম করা হয়েছে সেই তালিকায় দ্বিতীয় স্থানে উল্লেখ করা হয়েছে ঢাকা শহরের নাম।
আর সবচেয়ে অযোগ্য শহর হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার রাজধানী দামেস্ক।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রতি বছর এরকম একটি তালিকা প্রকাশ করে থাকে। এবছর ১৪০টি শহরের উপর এই জরিপ পরিচালনা করা হয়েছে।
এবছরের তালিকায় বসবাসের জন্যে সবচেয়ে উপযোগী শহর হিসেবে উল্লেখ করা হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার নাম। তার পরে আছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
গত সাত বছর ধরে মেলবোর্ন শহর শীর্ষস্থান দখল করে রেখেছিল। এবছরের তালিকায় অস্ট্রেলিয়ার আরো দুটো শহরের নাম এসেছে প্রথম দশটি দেশের তালিকায়। এই দুটো শহর হচ্ছে সিডনি ও অ্যাডেলেইড।
টপ টেনে জায়গা করে নিয়েছে কানাডার তিনটি শহর- ক্যালগারি, ভ্যানকুভার এবং টরন্টো।
লিংক:
https://www.bbc.com/bengali/news-45180701
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯