সামু ব্লগের টেকি ভাইদের ওপর আমার ব্যাপক আস্থা। এর আগে যখন যা সমস্যা দিয়েছি, তা আগে হোক বা পরে কেউ না কেউ সমাধান দিয়েছেন। নতুন একটা সমস্যায় পড়েছি।
আমার টিভি কার্ড হচ্ছে গ্যেড-মী'। নন-ইউএসবি। টিভি দেখতে মনিটরের কেবল খুলে লাগাতে হয় কার্ডে আবার পিসি চালাতে সেটা খুলে নিয়ে আসতে হয় আগের জায়গায়। অর্থাৎ এজিপি কার্ডের পোর্টে। আমার এজিপি কার্ড রেডিওন ভি ৭০০০ সিরিজের।
তো বার বার খোলাখুলি (অবশ্যই ১৮+ কিছু ভাবা ঠিক হবে না ) করতে আমার আপত্তি নেই, কিন্তু সমস্যা হলো প্রতিবার টিভি কার্ড থেকে কেবল খুলে পিসিতে লাগানোর সময় সেফ মোডে গিয়ে ডিভাইস প্রপারটিজ থেকে এজিপি কার্ড ইনস্টল করতে হয়, মনিটার ইনস্টল করতে হয়। এরপরে রিস্টার্ট করে পিসিতে আসতে হয়। নাইলে ওয়েলকাম উইন্ডোর আগে গিয়া মনিটর কালো হয়ে বসে থাকে। আর কিছু কয় না।
যাক সমস্যা এ পর্যন্ত সীমিত থাকলেও হয়তো অভ্যস্ত হয়ে যেতাম। আমরা জাতিগতভাবে খুব সহজে সবকিছুতে অভ্যস্ত হতে ভালবাসি। এই যে তিন মহা ত্যাঁদোড়কে কাল ধরে নিয়ে যাওয়া হয়েছে, এদের ব্যপারে আমার সহজে অভ্যস্ত হওয়ার প্রবণতাপ্রসূত চিন্তা বলে, এ ম্যাংগোপিপলের আই-ওয়াশের ধান্দা। আগেও অনেকের ব্যপারে পোড়া চোখ এসব দেখেছে, তাই অতটা ভরসা করতে পারে না। তবুও কেমন সিরসিরে ভালো লাগা কাজ করছে। আর যাই হোক, এরা দেশের মাটিতে জাতীয় পতাকা লাগানো গাড়িতে করে ঘুরতো, তা সহ্য হতো না। কত আন্দোলন, মামলা, পত্রিকা রিপোর্ট, এই-সেই; তবুও দেখতাম ত্যাঁদোড় গ্রুপের মাথাগুলা টিকেই আছে। সেই ১৬ ডিসেম্বর '৭১ থেকে তাদের এ টিকে থাকা শুরু হয়েছিলো। জানি না ৯ জুন '১০ তা শেষ হয়ে গেছে কি না। তবে খুব করে চাই, শেষ হয়ে যাক। আমার মাতৃভূমি মহান বাংলাদেশের ভূখন্ড থেকে প্রত্যেকটা রাজাকার নিপাত যাক। পৃথিবীর সব ধর্মে বলা হয়েছে, বিশ্বাসঘাতকতা সবচেয়ে জঘন্য পাপ। যারা দেশের সঙ্গে বিরোধীতা করে তারা জঘন্যের চে'ও জঘন্য। জানোয়ার। তাদের ফাঁসি দিতে হবে।
কই শুরু করে কই গেছি গা। যাউক্গা পুরান কথায় ফিরে আসি, আমি মনিটরের কেবল আর সেফ মোড, সেফ মোড রিস্টার্ট -এই চক্রে অভ্যস্ত হতে না হতে নতুন বিপত্তি শুরু হয়েছে। এবার সেফ মোডে গিয়ে এজিপি ইনস্টল করলেও কাজ হচ্ছে না। রিস্টার্ট দিলে ওয়েলকাম উইন্ডোর আগে গিয়ে স্ক্রীন কালো হয়ে থাকছে। এরপরে আবার রিস্টার্ট দিচ্ছি, আবার সেফ মোডে যাচ্ছি, একই জিনিসের পুনরাবৃত্তি ঘটাচ্ছি। কিন্তু কাজ হচ্ছে না। আগে সেফ মোডে গিয়ে এজিপি ইনস্টলের পর প্লাগ এন্ড প্লে মনিটর ইনস্টল করতে হতো। এখন সেই অপশনও আসছে না। না আসুক। আমার কথা হচ্ছে, পিসিটা তো চলবে। সেইটা চলে না ক্যান? কেউ কি কইতারেন???
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮