একুশে ফেব্রুয়ারি এলেই গানটা বাঁজে,
শুনে কেমন যেন লাগে, এক অদ্ভুৎ অনুভুতি
মনে হয় আমিও ছিলাম সেদিন
মিছেলের ভেতর, স্লোগান নিয়ে
চোখের সামনেই ওরা ঘুমিয়ে পড়েছিল
ফাল্গুণে কৃষ্ণচূড়ার রং মেখে
গানটা বাঁজলেই একজনকে মনে পড়ে
ভীষন মনে পড়ে আজকাল, এক দেশ প্রেমিক
যার কথার যাদুতে আমাদের প্রাণ জাগে
ইচ্ছে হয় নিজেরাই আরো একবার ভেঁজা শহরে ফিরি
শহরের পথে হেটে গ্রামের ছায়ায়
আলোর নদী বেয়ে অন্ধের লাঠি
আমাদের শিখতে হয় মনের আঙুল দিয়ে
আমরা শিখি স্বরবর্ণ সুর
কেমন করে বজ্র বাঁজে
প্রাণের ভেতর কোমল বিজলী চমকায়
বিষন্ন একুশের রাতে কেমন করে আলোয় আলোয়
শহর থেকে গ্রামে, বৃদ্ধ হতে যুবা
সকলেই জড়ো হয় এক বুক প্রেম নিয়ে
অথচ সেই দেশ প্রেমিক লোকটা
আমাদের বড় হতে দিয়ে
শকুনের ঠোঁটের উপর চোখ দুটো রেখে
নিজের বুকটা অন্ধ করে দিল