কে যেন বলেছিল, সে তো আমি নই
শব্দের ভীড়ে আমি কিবা আমরা
সবে মিলে এক হই।
আঁধারী রাত্রী নামে, ভোরের আলোয় হয়ে
পথের হিজল ফুলে,স্বপ্নের কথা শেষে
কত কথা গেছে রয়ে,
আমি ও আমরা সে কথায় জেগে রই।
আকাশ কাঁদে কেন ? কার ডাকে জোরে সুরে
কেঁদে উঠে চিৎকারে ?
যে আমি আমরা নই, আমরা কার তরে?
১. ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০২ ০