কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে
নির্লজ্জ পথের ধূলো তখনো বাতাসে উড়ে,
পড়শীরা সব নীরব ঘুমে
কেউ যেন এলো পথের মোড়ে।
পাহারাদার জেগে আছে এখনো
তার হাতের বাঁশি বাঁজে থেমে থেমে
এমন হয়নি কখনো
আজই কেবল বুড়ো লোকটা যাচ্ছে ঘেমে।
কে যেন অন্ধকারে লুকায়,
কালো মতো লোক
চুপিসারে পালাতে চায়,
তার নেশা- ঘুম হারা ঢুলু ঢুলু চোখ।
দু'হাত খালি আছে তবু
মনে হয় ছোরা পকেটে,
পাহারাদার বুড়োর এমন হয়নি কভু
বুঝতে পারেনা ধরবে কি ঝাপটে?
পরদিন ভোরে পত্রিকা খুলে
বুড়ো লোকটা কেবল করে হায় হায়,
হতাশার হাতে টান দেয় চুলে
কালো গুন্ডা চলে গিয়েছিল ধীর পায়।