বাংলদেশ যখন কোন একটা ম্যাচ হারে , তখনই মানসিক ভাবে আমি খুব বিধ্বস্ত হই .আমার ব্যাক্তিগত ব্যর্থতা গুলো আরো কয়েক গুন বেড়ে গিয়ে আমার উপর ভর করে . মনে হয় আমি ব্যর্থ ,অনেক বেশি ব্যর্থ ।
আমি ভাবলাম এরকমটা কেন হয় ? পরে পেলাম এটাই তো হবার কথা ..
আমিই তো দেশ
দেশটাই তো আমি .
আমার ব্যর্থতাই তো দেশর ব্যর্থতা
দেশের ব্যর্থতাই আমার .
একটা সময় আমি ভাবতাম এই ব্যাপারটা শুধু আমার সাথে হয় .কিন্তু না এই একই ব্যাপার অনেকেরই সাথে হয় .
বাংলদেশ হারার পরে এলাকার এক জুনিয়র এরই সাথে কথা হচ্ছিল ,সে বলল ভাই বাংলদেশ আমার কারনে হারছে আমি বললাম কি বলিস তোর মাথা ঠিক আছে .সে বলল ভাই বাংলাদেশের যে খেলায় আমি বেশি এক্সসাইটেড হই সেই ম্যাচ বাংলাদেশ হারে . দেখলাম তার চোখে মুখে এক ধরনের অপরাধ বোধের ছাপ . এখানে বলে রাখি কাল্কের খেলা দেখা জন্য এই ছেলে নিজের বাসার নিচে বিশাল আয়োজন করেছিল প্রোজেক্টরে খেলা দেখা ,বিরিয়ানি রান্না ইত্যাদি . এরকম আরো অনেকেই আছে .বলে শেষ করা যাবে না .
উপরে যে বললাম বাংলদেশ হারলে আমার ব্যক্তিগত ব্যর্থতা গুলো আমার উপর ভর করে কিন্তু ইন্ডিয়ার সাথে কোয়াটার ফাইনাল হার এর পর তা হয় নাই . কারন আমারা হারি নাই ,না কথাটা ইমশ্নাল হয়ে বলছি না . আমরা ইন্ডিয়ার সাথে খেলি নাই খেলছি একটা মাস্টার প্ল্যানের সাথে . ওদের একটা বিশাল সেটআপ ছিল .
যাই হোক রোম একদিনে গড়ে নাই .আমরা বুক ফুলিয়ে কোন এক ফাইনাল খেল্বো .বিশ্বকাপ নিয়ে আসবো .
আমি নিজের সকল ব্যর্থতা ভুলে যাবো .
সেই দিন খুব বেশির দূরে নয়.
ইনশাআল্লাহ