বিনুদোন ১ : মূসার বাংলা চ্যলেন পাড়ি দেয়া সহ আরো কয়েকটা পর্বত পাড়ি দেয়া যে ভুয়া তার কিছু তথ্য-প্রমান হাজির করলো ৭১ টিভি । আর সচলায়তনে তো ঢোকাই যায় না কয়েকদিন পর পর অনু তারেক সহ আরো কয়েকজন আছে যারা বিশাল বিশাল ব্লগ লিখে, মূসার এভারেস্ট জয় যে ভূয়া তা স্বপক্ষে যুক্তি দেখিয়ে ।
অপরদিকে মুসাকে দেখলাম যে সেইমানের ঢোল পিটিয়ে তার এবারেস্ট জয়ের ৪ বছর ঊদযাপন করতে । আর প্রথম আলো তো পারলে এখনো মুসাকে নিয়ে কাভার পেইজ করে ।
এভারেস্ট জয় নিয়া বাংলাদেশে দুই পক্ষ । দুই পক্ষই দুই পক্ষকে পটু মারতে ব্যস্ত । আপনাগো এই পটু মারামারি দেখতে দেখতে আমার ক্লান্ত। এবার খেমা দেন।
বিনুদোন ২ : রানা প্লাজা ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ক্ষতিপূরন দেয়া যাচ্ছে না কারন প্রচলিত যে শ্রম আইন আছে তা দিয়ে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ক্ষতিপূরন দেয়া সম্ভব না ।আইন গত জটিলতা আছে । আইন সংশোধন করতে হবে । এক বছর এর বেশি সময় হইছে আইন সংশোধন হয় নাই , আরো কয় বছর যে লাগবে কে জানে। আধো সংশোধন হবে কি না কে জানে ?
বিনুদোন ৩ : এইচএসসি পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হচ্ছে তো হচ্ছেই । থামা থামি নাই । এইচএসসি পরীক্ষাথী আর বুয়েট এর মধ্যে লাগছে কেচাল । প্রশ্ন পত্র ফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রীর অবস্থান বেপক । প্রশ্ন পত্র ফাঁস যে হচ্ছে তা সত্য জেনেও মন্ত্রী মশাই যে কেনো আবোল-তাবোল বলছেন মাথায় ধরছে না ।
বিনুদোন ৪ : উলটা পথে যাতে গাড়ি চলতে না পারে তার জন্য কি এক ডিভাইস বসাইছে । তা নাকি বিদেশী প্রযুক্তি । বসানো একদিন পরেই নাকি অই ডিভাইস গেছে গা । পরে শুনলাম অই ডিভাইস নাকি গুলিস্থানে বানাইছে(কাহিনী সত্য কিনা জানি না)। এই নিউজ দেখলাম মিডিয়া গূলো বড় বড় হেড লাইন দিয়ে প্রকাশ করছে।
বিনুদোন ৫ : একটা আইন করা হল গাড়িতে কালো গ্লাস লাগানো যাবে না কিন্তু যদি আপনার গাড়িতে বাই ডিফল্ট কালো গ্লাস থাকে তাহলে আপনি এই আইনের বাহিরে । আত্নজাতিক মানে স্বচ্ছ একটা আইন।
আরও বিনুদোন আছে ,অভাব নাই। লিখতে ইচ্ছা করছে না ।
এক চরম ,উন্মা্দ,পৈশাচিক বিনুদোনের দেশ এই বাংলাদেশ । কবে যে এই বিনুদোন বন্ধ হবে ? সেই দিনের আশায় থাকলাম।