জলের সাথে দিগন্ত রেখা আমার খুব ভালো লাগে। তাই যেখানেই গেছি আকাশ, দিগন্ত রেখা আর জলরাশি খুঁজে ফিরি। ছবি তোলাটা আমার নেশা। তাই হার্ডড্রাইভে জমেছে হাজার হাজার ছবি। আর এ হাজার হাজার ছবির ভীড়ে ১০/১২ টি ছবি বাছাই করা আর পাহাড় কেটে সমান করার মতই কঠিন আমার জন্য। তাই কিছুটা থিম বেইজড্ ছবি বাছাই করার চেস্টা করলাম। আমার এবারের থিম "জলের সাথে মিতালি", আকাশের সাথে জলের স্পর্শের কিছু ছবি বাঁছাই করলাম, সাথে আমার প্রিয় কবি জীবনান্দ দাশ এর কবিতার কিছু চরণ। চলুন দেখি আমার ছবিগুলো।
অফটপিক: সবার সব অসম্ভব সুন্দর ছবি দেখে প্রতিযোগীতায় নামবো কিনা তাই নিয়া বহুত প্যারার মাঝে ছিলাম। কিন্তু ওই যে কথা আছে না, "পুরস্কার নয় অংশগ্রহনই বড় কথা" । এর উপ্রে ভিত্তি কইরা নাইমা পড়লাম.........
১)
হে নীলিমা নিষ্পলক, লক্ষ বিধি-বিধানের এই কারাতল
তোমার ও-মায়াদণ্ডে ভেঙেছো মায়াবী!
কবিতা: নীলিমা
স্থান: Switzerland Olympic city
ক্যামেরা: ক্যানন, ডিএসআরএল
২)
কোথাও জীবন আছে—জীবনের স্বাদ রহিয়াছে,
কোথাও নদীর জল র’য়ে গেছে–সাগরের তিতা ফেনা নয়...
কবিতা: পাখিরা
স্থান: Niagara Falls City, Ontario
ক্যামেরা: স্যামসাং গ্যালাক্সি
৩)
আকাশে পাখিরা কথা কয় পরস্পর।
তারপর চ’লে যায় কোথায় আকাশে?
তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে।
কবিতা: পাখিরা
স্থান: Niagara Falls City, Ontario
ক্যামেরা: স্যামসাং গ্যালাক্সি
৪)
এক-একা পথ হেঁটে এদের গভীর শান্তি হৃদয়ে করেছি অনুভব;
তখন অনেক রাত— তখন অনেক তারা মনুমেণ্ট মিনারের মাথা
নির্জনে ঘিরেছে এসে; মনে হয় কোনোদিন এর চেয়ে সহজ সম্ভব
কবিতা: পথ হাঁটা
স্থান: Statue of Liberty, New York, United States
ক্যামেরা: ক্যানন, ডিএসআরএল
৫)
সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
কবিতা: বনলতা সেন
স্থান: Hudson River, New York, United States
ক্যামেরা: ক্যানন, ডিএসআরএল
৬)
পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে—
জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে
বুনো হাঁস পাখা মেলে— সাঁই-সাঁই শব্দ শুনি তার;
এক— দুই— তিন— চার— অজস্র— অপার—
কবিতা: বুনো হাঁস
স্থান: Bluffer's Park Beach, Ontario
ক্যামেরা: আইফোন
৭)
যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা
মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহ্বল বাতাসে
ভূমধ্যসাগরলীন দূর এক সভ্যতার থেকে
আজকের নব সভ্যতায় ফিরে আসে;
কবিতা: সুরঞ্জনা
স্থান: New York, United States
ক্যামেরা: আইফোন
৮)
মাটির অনেক নিচে চ’লে গেছো? কিংবা দূর আকাশের পারে
তুমি আজ? কোন্ কথা ভাবছো আঁধারে?
কবিতা: তুমি
স্থান: Saxon Switzerland, Dresden, Germany
ক্যামেরা: আইফোন
৯)
আমি চ’লে যাবো—তবু জীবন অগাধ
তোমারে রাখিবে ধ’রে সেইদিন পৃথিবীর ’পরে;
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।
কবিতা: নির্জন স্বাক্ষর
স্থান: Lausanne, Switzerland
ক্যামেরা: ক্যানন, ডিএসআরএল
১০)
পৃথিবীর পুরানো সে-পথ
মুছে ফেলে রেখা তার—
কিন্তু এই স্বপ্নের জগৎ
চিরদিন রয়!
কবিতা: স্বপ্নের হাতে
স্থান: Niagara Falls, Ontario
ক্যামেরা: স্যামসাং গ্যালাক্সি
বি:দ্র: যাইহোক ঘাড় বাঁকা ছবি ঠিক করিয়া দিয়াছেন শ্রদ্ধেয় ভুয়া মফিজ ভাই, তাই ছবিটা যোগ করলাম। কিন্তু সংখ্যা আর বাড়াইলাম না, প্লাস মাইনাস সমান ১০টাই ।
ধন্যবাদ ব্রো।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২১ রাত ১২:০৭