ক'দিন আগে আমার পিয়নটা হঠাৎ আমার কাছে এসে হাউমাউ করে কান্না... কি ব্যাপার কি হয়েছে... কান্না থামাও.... এভাবে মিনিট পাঁচেক হেইচকি সহকারে কান্না থামার পর বললো, গ্রামের বাড়ি থেকে তার বাচ্চারা (দু'টি বাচ্চা ৩ ও ৫ বছর) ফোন করে বললো সকাল থেকে ঘুম থেকে উঠার পর তাদের মাকে তারা কোথাও খুজেঁ পাচ্ছে না। কোথাও তার চিহ্ন পর্যন্ত নেই ... এমন কি তার কাপড়/চোপড় ব্যবহার্য জিনিস ও নেই এবং তার মোবাইল ও বন্ধ।
এখনই বাড়ি যেতে হবে, ম্যাডামের যদি দয়া হয় ///// ...... কি আর করা মাসের শেষ........ কিছু দিয়ে ছুটি সহকারে বাড়ি পাঠালাম। তিনদিন পর ফিরে এসে জানালো তার বউ তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে..... এবং গোপন সূত্রে খবর পেয়েছে যে পাশের বাজারের মোবাইল দোকানের এ্যাসিসটেন্ট এর সাথে দীর্ঘদিন মোবাইলে প্রেম করার পর এবার পালিয়েছে...... (বাহ্ ভালো তো..... মোবাইলের উপকারিতা !!!!!! (((()
যাহোক সপ্তাহ খানেক তাকে দিয়ে কোন কাজই করাতে পারলাম না... যখনই ডাকি কান্নাকাটি...... ভ্যা ভ্যা করার পর, বউকে কত ভালোবাসতো ....... বউকে কত সুখে রাখতো...... তার ফিরিস্তি তুলে ধরতে থাকে...... বিরক্ত হয়ে তাকে দিয়ে কাজই করানো বন্ধ করে দিলাম। ( ( ( ( ( (
এভাবে সপ্তাহ পার হবার পর বৃহস্পতিবার বিকেলে আবার কাচুমাচু করে রুমে আসলো.... কি ব্যাপার, কি চাও.... একটা ধমক দিতেই বললো, ম্যাডাম অনেক পাত্রীইতো দাঁড়াইয়া গেছে আমারে বিয়া করার লাইগা... তয় বুঝবার পারতাছি না কারে বিয়া করুম .... তয় একটা মাইয়া খুব ঘুরাঘুরি করতাছে... তার আবার আগের ঘরের একটা মাইয়া আছে.... হে আমার পোলা মাইয়ারে নাকি খুব দেইখা রাখবো .... : ম্যাডাম একটা বুদ্ধি দেন কি করুম..... পোলা মাইয়ার দিকে তাকান যায় না ..... আশে পাশের সক্কলে খালি পরামর্শ দেয় বিয়া করার লাইগা, হেরে (আগের বউ) বুঝানোর লাইগা যে আমি ও কম না.......... আমি তো পোলা মাইয়ার লাইগাই শুধু বিয়া করবার চাই......
আমি বললাম হারামজাদা..., ভাগ সামনের থেকে... তুই কি খাল কেটে কুমির আনবি................
যাহোক পরের সপ্তাহ হরতালে ঢামাডোলে তাকে অফিসে দেখলাম না...... রবি বার বন্ধ ছিল, সোমবার দেখি দাঁড়ি কেটে চমৎকার স্মার্টভাবে হাসিমুখে আমার রুমে ঘন ঘন আসছে....... কি ব্যাপার কি চাই??? ম্যাডাম, সক্কলে ধরলো তাই বিয়াটা কইরাই ফালাইলাম...... .... নতুন বউ কইলো তার মাইয়ারে যেরকম আদর যত্ন করবে আমার পোলা মা্য়ারে ও সেরকম দেখবে... কুনু চিন্তা না করতে এই মাইডা কিন্তু ভালা... তার আগের জামাইডা ছিল বড...... ইত্যাদি ইত্যাদি । চোক পাকায়ে রুম থেকে বের করে দিলাম........
আজ সকালে এসেই দেখি রুমের চারপাশ ঘোরাঘুরি করছে.... চুল উস্খু খুস্কু.... খুবই খারাপ অবস্থা.... কি ব্যাপার, কি হয়েছে, কিছু বলবা !!! ম্যাডাম, আমার আগের বউতো ফিইরা আইছে... তার তালাকের কাগজ ও উঠাইয়া নিসে..... এখন বাড়িতেতো দু'জনে চুলাচুলি করতাছে.... আশে পাশের লোকজন ফোন দিতাছে.... বাচ্চারা কান্নাকাটি করতাছে ... কি করুম !!!!!!!!!! আমি ঠান্ডা গলায় বললাম "জাহান্নামে যাও"...............
!
!
!
যথারীতি আমার তোলা ছবি শেয়ার করলাম, চায়না টাউন, জার্মান..... আমার সেখানে যেয়ে হুমায়ুন আহমেদের কথা মনে হয়েছিল নদীর ঘাট দেখে.......
মোরাল : ভালো থাকেন আর বেশী বেশী মোবাইলে কথা বলেন রাত দিন... কাজ কর্ম ফেলে..... সংসার ধর্ম ফেলে............ আর মোবাইল কোম্পানীগুলারে বিলিয়নিয়ার বানান....
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:১৩