প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে কলেজ/ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়, একবার ও কি চিন্তা করেছে এই ছেলেমেয়েগুলো কোথায় যায় বা কি করে বা কিভাবে তাদের পরবর্তী জীবন গড়ে তুলে???? একবার ও কি সরকার ভেবেছেন তাদের কথা??? বা তাদের জন্য কি করেছে বা করার চেস্টা করেছে??? এ যে লক্ষ লক্ষ ছেলেমেয়েগুলো পাশ করে বের হচ্ছে প্রতি বছর, কি বিপুল জনশক্তির অপচয় হচ্ছে তার কথা কি কেউ একটুও ভেবে দেখেছে???? এদেরকে কাজে লাগানোর কথা কি কেউ ভেবেছে??
একবার ভেবে দেখেন, এদেরকে যদি কাজে লাগানো যেত তাহলে আমাদের জিডিপি কোথায় যেত, আমারে দেশের উৎপাদন কত বেড়ে যেত?????? কেন দিনের পর দিন সরকার নির্লিপ্ত বিহেব করছে ওদের সাথে। কোন সংগঠন, কোন এনজিও বা বুদ্ধিওয়ালা সুশীল সমাজ ওদেরকে নিয়ে কেন কোন কথা বলে না???? কন সরকার কোন প্রোগ্রাম হাতে নেয় নেয় না তাদের জন্য?????
একটি ছেলে বা মেয়ে গ্রাজুয়েশোন করার পর কি ভয়াবহ চাপের মধ্যে থাকে ফ্যামিলি বা চারপাশ থেকে... তার হিসেব কি কেউ রাখে??? কত কষ্টের টাকায় তারা পাশ করে বেকার জীবন কাটাচ্ছে তার কথা কি কেউ বলে??? কিন্তু কেন বলে না??? বাবার টাকায় বা নিজের টিউশনির টাকায় পাশ করার পর কেউ কি এগিয়ে আসে ওদের কে একটু পথের দিশা দিতে????
দিনের পর দিন টক শোগুলুতে চা পানের মাঝে বড় বড় কথার বুলি চলে... কেউ কি একটি বারের জন্য ও কি ওদের প্রসঙ্গ তুলেছে???
কেন ইউনিভার্সিটিগুলুতে অস্থিরতা, কেন ছাত্ররা টেন্ডারবাজীতে ঝাপিয়ে পড়ছে, কেন তারা পড়া ছেড়ে অস্রবাজি করছে, কেন তারা বন্ধুর বুকে ছুড়ি বসাচ্ছে?? তার উত্তর কি আমরা জানি???
হাঁ, উত্তর আমরা জানি...............................। আজ তাদের ভবিষ্যত অনিশ্চয়তার জীবনই তাদের বাধ্য করছে এমন জীবনের পথে আসতে..... আজ যদি আমরা তাদেরকে ইউনিভার্সিটি পাশের পর একটা নিশ্চিত জীবন তুলে দিতে পারতাম আমার বিশ্বাস কখনই তারা এপথে আসতো না....... তাদের মনুষ্যত্ব মরে যেত না..... তাদের হাতে অস্র দেখা যেত না..........
খুব মন খারাপ করে লিখাটা লিখলাম........ পরের লিখায় ভালোভাবে আসবো আশা করি.....
আমার আগের লিখা..........
http://www.somewhereinblog.net/blog/belablog/29907228
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭