আমার সাংবাদিক ভাইদের কাছে একটি প্রশ্ন... একটু ভেবে দেখবেন কি?????
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সকালে ঘুম থেকে উঠে দৈনিক পত্রিকায় চোখ রাখলে আতঁকে উঠতে হয়। খুন, লাশের শত টুকরো, হানাহানি, রোড এক্সিডেন্টের বিভৎস্য সব ছবি পত্রিকার প্রথম পাতায়। আমার সাংবাদিক ভাইদের কাছে একটি প্রশ্ন, এইসব বিভৎস্য সব ছবি ঘুম থেকে উঠে দেখলে কার ভালো লাগে? সারাটাদিন মনের উপর কিরকম প্রেশার পড়ে তা কি ভাই আপনারা জানেন? আপনারা না হয় এসব দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু ভাই আমরা সাধারন মানুষের জন্য তা খুবই পীড়াদায়ক। বিশেষ করে আমার সাত বছরের বাচ্চা সকালে পত্রিকার এই ছবিগুলো দেখে প্রচন্ড ভয় পায়, মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ভাই আপনাদের কাছে অনুরোধ এইসব ছবি ছাপান কিন্তু মার্জিত ভাবে ভেতরের পাতায় যাতে বাচ্চারা/আমরা সাধারন মানুষেরা পত্রিকা পড়তে পারি। দরকার হলে ক্রাইম পত্রিকা হিসেবে পাশাপাশি পত্রিকা বের করেন যারা এ ধরনের খবর পড়তে ভালোবাসে তারা পড়ে নিবে নতুবা আমাদের পত্রিকা বন্ধ করে দিতে হবে বাচ্চার ১৮ বয়স হওয়া পর্যন্ত। একটু ভেবে দেখবেন কি?????????
১১টি মন্তব্য ১১টি উত্তর


আলোচিত ব্লগ
প্রেমিকাকে বা বউকে প্রেম নিবেদনের জন্য সেরা গান
নীচের দেয়া গানটাতে হিন্দি, বাংলা, গুজরাটি, পাঞ্জাবী এবং ইংরেজি ভাষায় প্রেম নিবেদন করা হয়েছে। নীচে গানের লিরিক্স এবং বাংলা অর্থ দিলাম। আশা করি গানটা সবার ভালো লাগবে। এই হিন্দি... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৫৩
কেন জানি মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে।
কিছুই ভালো লাগছে না। ইচ্ছা করছে ঘোড়ায় চড়ে রাস্তায় বেরিয়ে পড়ি। হাতে থাকবে চাবুক। যেখানে অন্যায় দেখবো লাগাবো দুই ঘা চাবুক। সমস্ত... ...বাকিটুকু পড়ুন
সব আমরাই করেছি
পাছায় হাজার লাত্থি, গালে কষে চর,
এমনি করে কেটে গেলো ১৭ বছর।
ছাত্র তরুণ, সাধারণ জনতা বুবুরে দিলো খেদায়া,
হঠাৎ করেই গর্ত থেকে উঠলো এরা চেগায়া।
চোখের পানি নাকের পানি করলো একাকার,
ডুকরে... ...বাকিটুকু পড়ুন
একটি ঐতিহাসিক দিন: বাল সাম্রাজ্যের পতন
একটি ঐতিহাসিক দিন: বাল সাম্রাজ্যের পতন
প্রিয় পাঠক, গতকাল ১০ মে ২০২৫। এই দিনটি কোনো সাধারণ দিন ছিল না। এটি ছিল ঐতিহাসিক এমন একটি দিন, যা বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে ছোট্ট দুটি কথা।
আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ হল। অনেক আলোচনা সমালোচনা চারিদিকে। থাকাটাই স্বাভাবিক। কিন্তু কিছু কথা আছে যেগুলো এড়ানো যায়না। আফটার অল,অন্তর্বর্তীকালীন সরকারের এহেন সিদ্ধান্ত ঠিক এদেশের আমজনতার ম্যাণ্ডেট... ...বাকিটুকু পড়ুন