২০০৮ সালের কথা। তখন থেকেই মনের এক কোনে জমিয়ে রেখেছিলাম আমার স্বপ্ন গুলো। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করছি। উচ্চারণের কোর্স, নাটক নিমার্ন কোর্স, ফিল্ম মেকিং কোর্স করলাম কিন্তু কোন ভাবেই কাজ শরু করতে পারছিলাম না। এর মর্ধে পার হয়ে গেল প্রায় দেড় বছর। অবশেষে একুশে টেলিভিশনের এক সাবেক প্রযোজক {মুক্ত খবর}পেলাম। আমার পরিচিত এক বন্ধু তার কাছে নিয়ে গেল। অনেক পরিক্ষা নিরিক্ষা করে রাজি হলেন। তিনি আমাদেরকে নিয়ে একটি প্রোডাকশন হাউজ খুললেন। তার নাম দিলেন {CH, ছদ্দ নাম}। আমরা বেশ কয়েক জন মোট ৯০.০০০ টাকা দিলাম নাটক নির্মানের জন্য। বাকী অধের্ক টাকা উনি দিবেন। এছাড়া আমি আর আমার বন্ধু দিলাম আরো ১,০০,০০০ টাকার কিছু উপরে হাউজের শেয়ার হিসাবে। কলাবাগান-এ একটি অফিস নিলাম। ভালই কাজ শুরা হলো। একটি মেগা কনসার্ট করলাম। সেখানে মাইলস, দলছুট, প্রমিথিউস, ওয়ারফেস, রেডিও একটিভ, মিলা, বিউটি নওশিন, রিংকোরা ছিলেন। মনে হলো আমরা এগিয়ে যাচ্ছি। সেখান খেকে আমাদের দুজকে একটি টাকার লাভও দেয়া হয়নি।মনে মনে আত্নতৃপ্তি পেলাম কাজটা করার তো সুযোগ পেলাম। সে আমার সাথে বিনা কারণে প্রচন্ড রাগারাগি করা শরু করেন। এর মধে সে একটি গাড়ি কিনলেন। এমন অবস্থা হলো তিনি আমাকে দিয়ে তার ব্যাক্তি গত কাজগুলো করানো শরু কররেন। তিনি নিয়ের উপর অতিরিক্ত আত্যবিশ্বাসী। তিনি আর তার ৭ বছরের ছেলে ও তার বোন বুদ্ধিমান আর সবাই বোকা। আমার কোন ফোন আসলে রিসিভ করা যেত না এবং করতাম না প্রতিদিন সকাল ৭টার সময় বের হতাম রাত ১২টা থেকে ২ টায়র মধ্যে বাসায় ফিরতাম। এভারে চলল অনেক দিন। মাঝে মধ্যে ১০০০ / ৫০০ টাকা দিত চলার জন্য। কিছুদিন পর একটি টেলিফিল্ম করার সুযোগ পেলাম। সেটা করতে গিয়ে অনেক ঘটনা। প্রডাকশন বয়রা আমাকে বলত আপনি কিভাবে কাজ করছেন এখানে। সেখানকার ক্যামেরা ম্যান আমাকে ডেকেনিয়ে অনেক শান্তনা দিল।এর পর ক্রিকেট বিশ্ব কাপ ১১ এর জন্য একটি গান নির্মান করলাম। সেখানে আমার সাথে কি কারণে জানি খুব ভাল ব্যবহার করেছে।এবং এটার জন্য আমাকে টাকাও দিয়েছে। কিন্তু নাটকের জন্য যে টাকা নেওয়া হয়েছিল সেটা করি করি করে কি কারণে যেন করছেন না। আমি বুঝতে পারছি আমার মেধা এমনকি ব্যাক্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছিল।একদিন আমার মা আমাকে ফোন করেছে কথা বলা অবস্থা আমাকে প্রচন্ড খারাপ ব্যবহার করা হলো। তারপর একদিন আমার সাথে এমন ব্যবহার কররলন সেদিন আমি চিন্তা করলাম আর না।
এর কয়েকদিন পর একটি বেসবকারী টেলিভেশনে আবেদন করলাম। ভাইবার জন্য ডাকল। ভাইভা দিলাম চাকরিটা কেমন যানি হয়ে গেল। সেখানে কিছুদিন চাকরি করার পর আমাকে দায়িত্ব দেয়া হলো পেজেন্টেশনে। সেটাও ভাল ভাবে করলাম। কিন্তু চ্যানেলের মালিক ও তার ছেলের ব্যবহার ছিল খুব খারাপ। এর পর আমাকে বিজ্ঞাপনের টাকার রিসিভ করার দায়িত্ব ও প্রচারের দায়িত্ব পরল এবং ইনডোর ও আউট ডোর প্রগ্রামের সিডিউলের দায়িত্ব পালন করতে হত। সেখানে আমি দেখলাম মার্কেটিং বিভাগ ও বিজ্ঞাপন প্রচারের মধ্যে অনেক গড়মিল রয়েছে। বর ধরণের শুভকংকরের ফাকি রয়েছে। রিক্স না নিয়ে চাকরি ছেড়ে দিলাম।
নিজেই ফ্রি ল্যান্স কজ করার চিন্তা করার শুরু করলাম। নিজেই তৈরী করার চেষ্টা কররাম একটি প্রডাশন হাউজ। নাম দিলাম Korobi FiLM । এর মধ্যে বেশ কয়েক জন খ্যাতি নাম পরি চালকদের সাথে পরিচয় হলো। সবাই অনেক উৎসাহ দিচ্ছেন। নাটক নির্মানের জন্য প্রডিউসারও পেয়ে গেলাম। চেষ্টা করছি এগিয়ে যেতে। আমার বাবা-মা আমাকে উৎসাহ দিচ্ছেন। আপনাদের দোয়া এর্ব ভালবাসা থাকলে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
ফেসবুক লিংক ঃ- http://www.facebook.com/korobifilm

আলোচিত ব্লগ
রাজনীতি এবং রাজনীতিবিদ.....
রাজনীতি এবং রাজনীতিবিদ.....
রাজনীতি, রাষ্ট্রনীতি হলো দলীয় বা নির্দিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা জনগণ ও রাষ্ট্রের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক কর্মকাণ্ডের সমষ্টি বা কর্মকাণ্ড। রাজনীতি এ্যাকাডেমিক অধ্যয়নকে রাজনীতিবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান বলে। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ, তারুণ্য ও জুলাই- কোনোটারই প্রতিনিধিত্ব করে না এনসিপি
১। জুলাই-আগস্টের সেই তারুণ্য বনাম বর্তমানের কথিত তরুণদের দল
কী একটা দারুণ সময়ই না ছিল ২০২৪-এর সেই জুলাই-আগস্ট!
যে তারুণ্য নিয়ে আমরা দেশবাসী ছিলাম হতাশ, যে তারুণ্য নিয়ে কথা বললে... ...বাকিটুকু পড়ুন
চোখ, অভিজ্ঞতা আর হৃদয়—শি জিনপিংয়ের জীবনের তিন পাঠ !
আমার জীবনে যে তিনটি শিক্ষা আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছে, সেগুলো আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে। তিনটি রাতের তিনটি ন্যুডলসের থালা আর তার ভেতরে লুকিয়ে থাকা জীবনের অমূল্য সত্যগুলো... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। অন্ধকারাচ্ছন্ন আগামী
গেলো কদিন যমুনা , কাকরাইল মোড় , শাহবাগ , নগরভবন মিলিয়ে যে হাউকাউ সৃষ্টি হয়েছে যা অপ্রত্যাশিত । কি হবে আমাদের , দেশের ?? কি মনে হয় ব্লগারগন ? প্রকাশ... ...বাকিটুকু পড়ুন
ব্লগার ' জানা ' এখন কেমন আছেন ?
ব্লগার 'জানা' সবশেষ যখন সামুতে লিখেছিলেন তখন ব্লগে আমার নিকের অস্তিত্ব ছিলো না। প্রায় একবছর পাঁচ দিন গত হয়েছে উনার নতুন কোনো ব্লগ সামুতে আসেনি। বর্তমানে... ...বাকিটুকু পড়ুন