মানুষ সর্বদাই সৌন্দর্য সচেতন। বিশেষ করে মুখের সৌন্দর্য প্রতিটা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই সেই আদিম যুগ থেকেই মানুষ তার রূপ লাবন্যের প্রতি যত্নশীল। আর সেই সৌন্দর্য যদি মুখের সামান্য আঁচিলের কাছে ম্লান হয়ে যায় তাহলে সেটা হয় অত্যন্ত বেদনাদায়ক। অনেকের কাছে আবার স্থান ভেদে এই আঁচিলই হয়ে উঠে অপার সৌন্দর্যের প্রতীক। কিন্তু প্রাচীন চীনা জ্যোতির্বিদরা মানুষের মুখের এই আঁচিলকে নিয়ে বহু গবেষণা করে দেখিয়েছেন যে, আঁচিল শুধু সৌন্দর্য বর্ধন কিংবা ক্ষতির কারণ নয়। আঁচিলের উপর নির্ভর করে মানুষের ভাগ্য। মুখে আঁচিলের অবস্থান দেখে জেনে নেয়া যায় মানুষের স্বভাব, চরিত্র ও প্রকৃতি সম্পর্কে। আঁচিল বলে দেয় মানুষের ভাগ্য সম্পর্কে। যদি কারও আঁচিল হয় সৌভাগ্যের প্রতীক তাহলে খুশির অন্ত নেই আবার যদি আঁচিল কারও দুর্ভাগ্যের গণনা করে তাহলে সেই অনুযায়ী সচেতন হওয়া যায়। এখন যদি কেউ তার ভাগ্য বদলাতে চায় সেটা মুখের আঁচিল মুছে ফেললেই যে হয়ে গেল তেমন কথাও প্রাচীন চীনা জ্যোতির্বিদরা মনে করতেন না। তাই আঁচিলের উপর নির্ভর করে নিজের সম্পর্কে, নিজের ভাগ্য সম্পর্কে জেনে নিজের মঙ্গলের জন্য ভবিষ্যতের পথে জীবন চালিয়ে নেয়াই এবং সেই চ্যালেঞ্জকে গ্রহণ করাই হবে বুদ্ধিদীপ্ততার পরিচয়। যেহেতু আঁচিল মুছে ফেললেই ভাগ্য বদলে যাচ্ছেনা, তাই ছবিতে দেয়া মুখে আঁচিলের অবস্থানের সংখ্যা অনুযায়ী আসুন জেনে নেয়া যাক নিজের সম্পর্কে, নিজের ভাগ্য সম্পর্কে।
1, 2, 3 - বাবা, কর্মক্ষেত্রের বস বা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে নিজের মতের মিল না হলেও উচিত হবে; তাদের সঙ্গে একটি সম্মানসূচক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা।
4 - পরিকল্পনার অভাব এবং অস্থির জীবন যাপন।
5 (ভুরু উপরে) - পরিবার বা বন্ধুদের দ্বারা দৈবদুর্বিপাকের সম্মুখীন হওয়ার আশঙ্কা অথবা টাকা দিয়ে দুর্ভাগ্য ডেকে আনার সম্ভাবনা।
6 (ভুরু মধ্যে) - অত্যন্ত স্মার্ট, সৃষ্টিশীল বা শৈল্পিক একজন মানুষ। সম্পদ ও খ্যাতির সম্ভাবনা আছে এবং টাকা দিয়ে ভাগ্য ভালো হবে।
7 (চোখের পাতায়) - পরিবারের সঙ্গে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা আছে এবং অর্থ নিয়ে সমস্যা হওয়ার শঙ্কা আছে।
8 - আর্থিক অসচ্ছলতা থাকবে। অবাঞ্ছিত যৌন অগ্রগতি রোধ করা প্রয়োজন।
9 - অবাঞ্ছিত যৌন অগ্রগতি রোধ এবং দুর্ঘটনার প্রতিরোধ করতে হবে।
10 – সন্তান কিংবা নাতিনাতনির সঙ্গ পাওয়া অসম্ভাব্য।
11 - দীর্ঘ মেয়াদী বা গুরুতর অসুস্থতা দ্বারা ক্লিষ্ট হওয়ার সম্ভাবনা আছে।
12 - খাদ্য বা খাদ্য সমস্যা হওয়ার শঙ্কা আছে।
13 – সর্বদা সন্তানদের নিয়ে চিন্তা থাকবে এবং প্রিয় আদরের সন্তানদের জন্য অনেক পরিশ্রম করার পরেও তাদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখতে সক্ষম নাও হওয়ার শঙ্কা আছে।
14 - খাদ্যে বিষক্রিয়া বা এলার্জির উচ্চমাত্রায় ঝুঁকি আছে।
15 – এক জায়গায় দীর্ঘদিন ধরে না থাকতে পারা এবং ঘন ঘন অস্থির হয়ে স্থান পরিবর্তন করতে হতে পারে। যেখানেই যাওয়া হোক না কেন পরিবেশের সাথে মানিয়ে চলা সম্ভব হবেনা।
16 - অবাঞ্ছিত যৌন অগ্রগতি রোধ এবং খাদ্যে বিষক্রিয়া বা খাদ্য সমস্যা প্রতিরোধ করতে হবে।
17 – কর্মক্ষেত্রে নিজের ইমেজ সংকটের কারণ হিসেবে নিজ কাজের ব্যাপারে সবসময় সতর্ক হতে হবে।
18 – যখন বিদেশে কোথাও ভ্রমণ করা হবে তখন নিজের ভালর জন্য মনোযোগী হতে হবে।
19 - অবাঞ্ছিত যৌন অগ্রগতি প্রতিরোধ করতে হবে।
20 - জীবন সংক্ষিপ্ত হতে পারে, তাই পূর্ণতা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। অপরাধমূলক কাজ এড়িয়ে চলতে হবে।
21 – পা নিয়ে সমস্যায় ভুগতে হতে পারে। জল সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধ করা প্রয়োজন।
22 - ভ্রমণের সময় দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে।
23 - বিশিষ্ট জন এবং সমৃদ্ধী থাকবে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮