See that clock on the wall? In five minutes you are not going to believe what I've told you...
আইএমডিবিঃ ৭.৮
অভিনয়েঃ
ক্যাইলি ম্যাক্লাচলান - জেফ্রি বুমন্ট
ইসাবেলা রোসেলিনি - ডরোথি ভ্যালেন্স
ডেনিস হপার - ফ্রাংক বুথ
লরা ডার্ন - স্যান্ডি উইলিয়াম্স
কলেজের ছাত্র জেফ্রি বুমন্ট তার বাড়ির পেছনের মাঠে মানুষের কান খুঁজে পায়। প্রথমে পুলিশের গোয়েন্দা কর্মকর্তার কাছে গেলেও পরবর্তীকালে সে নিজে অনুসন্ধান চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়।
এই অনুসন্ধানের কাজে তাকে সহায়তা করে শহরের গোয়েন্দা লেফটেন্যান্ট জন উইলিয়াম্সের মেয়ে হাই স্কুল পড়ুয়া স্যান্ডি উইলিয়াম্স। স্যান্ডি তার বাবার কাছ থেকে পাওয়া একটি তথ্য বুমন্টকে জানায়।
অনুসন্ধান করতে গিয়ে বুমন্ট একটি আন্ডারওয়ার্ল্ড অপরাধ চক্রের অনেক কিছু জেনে যায়। এই অপরাধ জগতের বস ফ্র্যাংক বুথ খুন, ধর্ষণ, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত; একই সাথে সে চিত্তবিকারগ্রস্ত।
জড়িয়ে পড়ার মধ্য দিয়ে বুমন্টও কিছুটা ইক্ষণকাম এর আশ্রয় নিতে বাধ্য হয়। বুথের হাতে ধর্ষিত ডরোথি ভ্যালেন্স-কে নিরাপত্তা দিতে গিয়ে বুমন্টের জীবনও সংকটপূর্ণ হয়ে উঠে।
I'm seeing something that was always hidden. I'm in the middle of a mystery and it's all secret.
মানুষ মাত্রই চতুষ্পদ নয়, সামাজিক জীব। সেই আদিম যুগের গুহায় বসবাস কালীন সময় থেকে মানুষ যখন জীবনে প্রথম পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখেছিল ঠিক সেই সময় থেকে মানুষ একসাথে বাস করে আসছে। মানুষ অত্যন্ত কৌতূহল প্রবণ। এই কৌতূহল প্রবণতা দুই ধরনের হয়ে থাকে। এক যারা অজানাকে জানতে চায় আর আরেক হল যারা নিষিদ্ধ গোপন জিনিসের প্রতি আগ্রহী হয়। অজানাকে জানতে চাওয়া খারাপ কিছু নয়। এর সাথে রহস্য ভেদ করে মুক্তা মণি অনুসন্ধানের তাগিদ কাজ করে। এর জন্য অনেকে আবিষ্কারক হিসেবে আখ্যায়িত হয়। কিন্তু যারা নিষিদ্ধ গোপন জিনিসের প্রতি আগ্রহী হয় তারা অসুস্থ মনমানসিকতার পরিচয় বহন করে। আমি এই দ্বিতীয় প্রকার কৌতূহল প্রবণ মানুষের সম্পর্কে কৌতূহল প্রবণ হয়েছি।
আড়িপাতা মানুষের জন্মগত অধিকার। কেউ টেলিফোনে আড়িপাতে, কেউ বন্ধ ঘরের ভেতর কি হচ্ছে দেখার জন্য, কেউবা ফেসবুকের ইনবক্সে আড়িপাতে। এভাবে চলে অনবরত আড়িপাতা। মোবাইল ফোন আমাদের দূরত্ব কমিয়ে এনেছে কিন্তু দিয়েছে ভয়ংকর ক্যামেরার লেন্স। এই লেন্সে যখন আড়িপাতা হয় তখন সেটা রূপ নেয় পর্ণগ্রাফিতে। পথে, ঘাটে, গাড়িতে চলার পথে, হোটেল রেস্তোরায়, গার্ডেনে এমনকি টয়লেট-বাথরুমে পর্যন্ত যেখানেই অপ্রস্তুত মুহূর্ত সেখানেই এই মোবাইল ক্যামেরার লেন্স আড়িপাতে। কেড়ে নেয় জীবনের সব সুখ সাচ্ছন্দ।
এই আড়িপাতার খুব সুন্দর একটা সাহিত্যিক টার্ম হল ঈক্ষণকামী। নামটার মধ্যেই একটা কাম ভাব আছে। আসলেও তাই। অপরের যৌনক্রিয়া বা যৌনাঙ্গ দেখে যৌন তৃপ্তি লাভকারী ব্যক্তিকেই ঈক্ষণকামী বলা হয়। একজন ঈক্ষণকামী কখনও সরাসরি কিছু না করে গোপনে স্থির চিত্র অথবা ভিডিও ধারণ করে নিজের বিকৃত মানসিকতায় তৃপ্ত হয়। অনেক সময় সেইসব ধারণকৃত চিত্র লোকসমাজে প্রকাশ করে তৃপ্ত হয়। এর অবশ্য দুটি কারন। একটি অর্থ রোজগার করা অন্যটি প্রতিশোধ পরায়নতা। দরজা-জানালার ফুটো দিয়ে খোলা চোখে, দ্বিপথ আয়না, লুকানো ক্যামেরা, গোপন ফোটোগ্রাফি, টেলিফোটো লেন্স ইত্যাদি নানা ভাবে চলে আড়িপাতা।
চিকিৎসা শাস্ত্র অনুযায়ী মর্মপীড়া, পারস্পরিক সামাজিক অবক্ষয় এই মানসিক ভারসাম্যহীনতার জন্য দায়ী। বিকৃত যৌনতা মানসিক ভারসাম্যহীনতার একটি অংশ। অসন্দিগ্ধচরিত্র ব্যক্তি সাধারণত অপরিচিত যারা নগ্ন হয় ডিস্রবিং প্রক্রিয়ার মধ্যে বা যৌন কার্যকলাপের মধ্যে আকর্ষিত হয়ে। লুকিয়ে লুকিয়ে এরোটিক কথা শোনা কিংবা টেলিফোন সেক্স ঈক্ষণকামীতার আরেকটি উদাহরণ।
মূলত, এই ঈক্ষণকামীতাকে কেন্দ্র করেই ১৯৮৬ সালে মুক্তি পায় ডেভিড লিঞ্চ পরিচালিত রহস্য চলচ্চিত্র ব্লু ভেলভেট। সিনেমার নাম রাখা হয় ১৯৬৩ সালের ববি ভিন্টন এর ব্লু ভেলভেট গানের নাম অনুসারে। উল্লেখ্য এই সিনেমার বেশ কয়েকটি মূহুর্তে এই গান গাইতে দেখা যায়।
I have your disease in me now. I have a part of you with me. You put your disease in me. It helps me. It makes me strong.
প্রথম দিকে অনেক স্টুডিওই এই সিনেমার নৃশংস যৌন দৃশ্য ও আপত্তিকর ভাষার ব্যবহারকে মেনে নিতে পারেনি। এর মাধ্যমে নব্য নয়ার এর যুগান্তকারী উদাহরণ সৃষ্টি হয়। ব্লু ভেলভেট কাল্ট ক্লাসিক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। সিনেমাটি সমালোচকদের কাছে বিপুল প্রশংসা অর্জন করে। কিন্তু প্রথমদিকে অনেকেই নেতিবাচক মনোভাব পোষণ করেছিলেন যার কারণে বক্স অফিসে খুব বেশি হিট করতে পারেনি। এই সিনেমা করেই ডেভিড লিঞ্চ দ্বিতীয় বারের মত সেরা পরিচালক হিসেবে অস্কার মনোনয়ন লাভ করেন। এর আরেকটি বিশেষত্ব হচ্ছে, এই সিনেমার মাধ্যমেই ডেনিস হপার এর ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়। অস্কার নোমিনেশন ছাড়াও সিনেমাটি বিভিন্ন বিভাগে আরও ১১টি নোমিনেশন পায় এবং জয় করতে সক্ষম হয় ২৩টি পুরষ্কার।
In dreams, I walk with you. In dreams, I talk to you. In dreams, you're mine, all the time. Forever. In dreams...
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭