বাংলাদেশের জলপ্রপাতের কথা বললেই মনে আসে মাধবকুন্ড আর হিমছড়ির কথা। যাদের একটু ঘুরোঘুরির অভ্যাস আছে তারা তো বটেই আমার মত ঘরকুনো মানুষ যারা তদের মধ্যেও অনেকে এ দুটো জলপ্রপাত দেখে ফেলেছেন; না দেখলেও অন্তত জানা আছে এ সম্বন্ধে। অথচ আমাদের এই বাংলাদেশে এমন কিছু অজানা-অদেখা জলপ্রপাত রয়েছে, যেগুলো সৌন্দর্য আর নৈসর্গ এর মাপ কাঠিতে মাধবকুন্ড বা হিমছড়ির চেয়ে কোন অংশে কম না।
তাহলে চলুন পরিচিত হই এই অজানা, অপেক্ষাকৃত কম পরিচিত অথচ অসম্ভব সুন্দর জলপ্রপাতগুলোর সাথে।
১। নাফাখুম জলপ্রপাত
এই জলপ্রপাতটিকে বলা হয় বাংলার নায়াগ্রা। কারণটা হল এখান থেকে যে পরিমাণ পানি পড়ে তা বাংলাদেশের যে কোন জলপ্রপাতের চেয়ে বেশী। বান্দরবন জেলার থানচি উপজেলার রেমাক্রি থেকে তিন ঘন্টার হাঁটা পথ পাড়ি দিলেই আপনি যেতে পারবেন এই আশ্চর্য্য সুন্দর জলপ্রপাতটিতে।
খরস্রোতা নদী সাঙ্গুর রেমাক্রি খালের পানিপ্রবাহ এই নাফাখুমে এসেই প্রায় ৩০ ফুট নীচে পতিত হয়ে তৈরী করে এই জলপ্রপাতের। এই রেমাক্রি থেকেই এর আরেক নাম রেমাক্রি জলপ্রপাত।
বাংলাদেশের অন্যতম খরস্রোতা নদী সাঙ্গু
নাফাখুমে যাওয়ার পথটিও কিন্তু চমৎকার।
আর আশে পাশে নৈসর্গিক দৃশ্যের ও কোন কমতি থাকার কথা না।
২। বাকলাই জলপ্রপাত
পানির পরিমাণের দিক থেকে সবচেয়ে বড় নাফাখুম হলেও সর্বোচ্চ জলপ্রপাত কিন্তু এটি নয়। বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত জলপ্রপাত এর নাম বাকলাই জলপ্রপাত। এর উচ্চতা ৩৭০ ফুট। এটিও বান্দরবনের থানচিতে অবস্থিত। বাকলাই পাড়ায় অবস্থানের কারণে এর নাম বাকলাই জলপ্রপাত।
থানচি বা রুমা যে কোন স্থান থেকেই আপনি যেতে পারেন বাকলাই। প্রাকৃতিক সৌন্দর্য্য আর ট্রেকিং এর আনন্দ দুটোই পেতে চাইলে এর চেয়ে ভাল স্থান বাংলাদেশে খুব কমই আছে।
আর কিছু না হোক বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত দেখার অভিজ্ঞতাটাও কম না।
৩। ফাইপি জলপ্রপাত
এটি অবস্থিত বান্দরবনের থাইকং পাড়াতে। রুমা বা থানচি থেকে এই জলপ্রপাত এ যেতে পারেন।
৪। রেমাক্রিখুম জলপ্রপাত
এই জলপ্রপাতটি কে ঠিক জলপ্রপাত বলা চলে না কারণ এটি কোন পাহাড় থেকে নীচে আচড়ে পড়ে না, রেমাক্রি খালের একেকটি স্রোত সিঁড়ির মত চার পাঁচটি ধাপ ভেঙ্গে আরেকটি স্রোতের সাথে মিশে তৈরী এই জলপ্রপাতটি।
অদ্ভুত এই জায়গা রেমাক্রি খাল। বিশাল বিশাল সব পাথরের মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানি। চারিদিকে সবুজ ঘেরা বুনো সুন্দর রেমাক্রি আপনার ভাল লাগবেই।
৫। আমিয়াখুম জলপ্রপাত
বাংলাদেশ-মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত এই জলপ্রপাত কারো কারো মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত। কিছুটা নাফাকুমের মত দেখতে এই জলপ্রপাত নাফাকুম থেকে আরও সামনে বেশ কিছুদূর গেলে নাক্ষিয়ং নামক জায়গায় এর অবস্থান।
চারিদিকে মন ভালো করে দেয়া সবুজ বন আর ঘন ঝোপঝাড়ে ঢাকা পাথুরে গুহা পার হয়ে সামনে এগুলেই রেমাক্রি খাল খাড়া হয়ে আমিয়াখুম জলপ্রপাত নামে বয়ে চলেছে।
আমিয়াখুম তার দূর্গম অবস্থানের কারণে আপনার শারীরিক সক্ষমতার সাথে মানসিক দৃঢ়তারও পরীক্ষা নেবে।
৬। জাদিপাঁই জলপ্রপাত
এই জলপ্রপাতের বৈশিষ্ট্য দুটো। এক- বাংলাদেশের চওড়া জলপ্রপাত গুলোর অন্যতম একটি হল জাদিপাঁই। আর দ্বিতীয় কারণ হল এর পানির স্বচ্ছতা ও শীতলতা।
পথ কিছুটা দূর্গম হলেও এর স্বচ্ছ আর ঠান্ডা পানি আপনার ক্লান্তি এক নিমিষেই দূর করে দেবে।
এর অবস্থান বান্দরবনের রুমাতে। কেওকারাডং থেকে এক ঘন্টার হাঁটা পথ।
বাংলাদেশের আরও কিছু অজানা-অদেখা অথচ সুন্দর জলপ্রপাতের কথা থাকবে আগামী পর্বে।