নীচে গ্রাফে দেয়া ঘটনাগুলোর যে কোন একটি আপনার জীবনে ঘটেছে এ ব্যাপারে আমি ১০০ ভাগ নিশ্চিত।
গ্রাফ-১
পরীক্ষার হলে প্রশ্ন হাতে নিয়ে দেখলেন, যা পড়েছেন তার কিছুই আসে নাই। আর যা প্রশ্নে আছে তা আপনার এন্টেনাতে কোনভাবেই ধরা পড়ছে না। তখন আপনার মনে হবে স্যার আপনার সাথে এই বদমায়েশি টা না করলেও পারত। আপনি কিন্তু পড়ালেখা মাশাল্লাহ খারাপ করেন নাই। কিন্তু আপনার স্যার আপনাকে আটকাবে, তাই----
গ্রাফ-২
ফেসবুক আর ব্লগে কত কিছু লিখি, কত কিছু বলি, দেশ ও জাতির উন্নয়নে ঝাপিয়ে পড়ার অঙ্গীকার করি। বাস্তবে আমরা কয়জন তার সিকি ভাগ ও করি? খুব কম। আর ফেবুর কনফেশন পেজে তো মোটামুটি নিজের মনের সবচেয়ে ভিতরের কথাটা প্রকাশ করে দেই।
গ্রাফ-৩
এইটা মজার। আসলেই টিভির সামনে বসলে নিজেরে সবজান্তা মনে হয়।
গ্রাফ-৪
ল্যাপিটা চলতে চলতে কোন কারণ ছাড়া বিগড়াইয়া গেল। এইডা গুতান, ওইডারে আনস্টল করেন, রিফ্রেশ করেন, স্ক্যান করেন। কিন্তু কিছুতেই কিছু হয়না। তখন কি করেন???????????
গ্রাফ-৫
জীবনে একবার হলেও ওভেন বা টোষ্টার চালিয়েছেন যারা তারা অবশ্যই এটা করেছেন।
গ্রাফ-৬
পপ বা র্যাপ গান শুনেন তো?
আমি শুনি, তবে খুব কম। যারা এই গানের ভক্ত আছেন তারা আমাকে গালি দিয়েন না।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪