আমি তোমারই আছি; শুধু নিয়তি আমাদের দূরত্ব বারিয়েছে
শুধু পারেনি ভালোবাসাকে দূর করতে।
ব্যর্থ নিয়তি তাই প্রহসনের মুখোশ পড়ে
অযথা জীবনের নিয়ন্ত্রণ নিতে চায়।
আমি সব বুঝি তোমাদের সাজানো সভ্যতা।
তবুও হাসতে থাকি ,কাঁদতে থাকি
বৃষ্টিতে ভিজি, কিন্তু প্রেমকে ছুঁতে পারিনা।
অতঃপর নিজের থেকে বাড়তে থাকা দুরত্ব বারংবার।
মাঝেমাঝে প্রেমটাও পাগলাটে হয়ে ওঠে
তোমাকে কাছে পেতে চাই, হৃদয় গভীরে।
আরো গভীরে ,তোমাকে ছুঁয়ে যেতে চাই।
তোমার খোলা বুকে মুখ ঘষে নিজেকে খুঁজে পেতে চাই,
নিঃশ্বাসে বিষ লাগা নিস্তব্ধ চৈতন্যে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৩