ফ্রান্সে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে ৭ বাংলাদেশী গ্রেফতার
..............................................................................।
জন্ম সনদ জালিয়াতি করে বসয় কমিয়ে দেয়ার অভিযোগে ৭ বাংলাদেশীকে গ্রেফতার করেছে ফ্রান্স পুলিশ । তাদের মধ্যে প্যারিস থেকে ২ জন আর ষ্টারবুকস থেকে ৫ জনকে আটক করা হয় । আটককৃতদের বসয় ৩২-৪৪ এর মধ্যে । ৬ জন কে আদালতে হাজির করা হয়েছে, ২জন জেল হাজতে আর ৪ জন রিমান্ডে আছেন । তারা দীর্ঘ দিন থেকে ফ্রান্সে বৈধভাবে বসবাস করে আসছিলেন । ইটালী ও ইংল্যান্ড থেকে ফ্রান্সে আসা লোকদের জন্ম সনদ জালিয়াতি করে অপ্রাপ্তবয়স্ক দেখিয়ে ফ্রান্সে বৈধ অভিবাসী করতে তারা সহযোগিতা করে । অভিযান কালে প্রায় ৫০টি জাল বাংলাদেশী আইডি, বোয়া সীল ও বাংলাদেশী পাসপোর্ট জব্দ করা হয় ।
পুলিশের রিপোর্টে বলা হয়, এ পর্যন্ত ১১৪ জন বাংলাদেশী তাদের জালিয়াতির মাধ্যমে বৈধ হয়েছেন । ২০১২ সাল থেকে পুলিশ এর তদন্ত করে আসছে । এই চক্রের প্রধান ১ জন, ২জন জাল কাগজ তৈরী করতো, আর ৩জন বাসস্থানের ব্যবস্থা করতো । পুলিশ রিপোর্টে আরো বলা হয় ১১৪ জন বাংলাদেশী পিছনের প্রায় ৬০ লক্ষ টাকা ফ্রান্স সরকারের খরছ হয়েছে । ১জন বাংলাদেশী ১৫ লক্ষ টাকা খরছ করে ফ্রান্সে আসে আর ২/৩ লক্ষ টাকা দেয় এই চক্রকে বৈধ কাগজ করে দেয়ার জন্য ।
পুলিশ কর্মকর্তা আলেকজান্ডার সেভরীয়ে জানান, এটি কোন সামাজিক কাজ হতে পারে না । আটককৃদের দেশে প্রেরণসহ জালিয়াতির মাধ্যমে বৈধ হওয়া ১১৪ জন সহ ৫ বৎসর জেল হতে পারে ।