বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলায় আহত লেখক অভিজিৎ রায়(৩৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্ত্রী ব্লগার রাফিদা আহম্মেদ বন্যা (৩৪) এর অবস্থাও আশঙ্কাজনক।
অভিজিৎ মুক্তমনা নামের একটি ব্লগের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায়ের ছেলে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে টিএসসি এলাকায় মোটরসাইকেলে থাকা অবস্থায় সন্ত্রাসীদের হামলার শিকার হন অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহম্মেদ (৩৪)। বইমেলা থেকে বের হয়ে তারা টিএসসি এলাকা অতিক্রম করছিলেন।
আহত রাফিদা জানান, গত এক সপ্তাহ আগে আমরা যুক্তরাষ্ট্র থেকে এসেছি। আজ আমরা বইমেলায় এসেছিলাম। মেলা থেকে বের হওয়ার সময় টিএসসি’র বটতলায় পৌঁছালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।
অভিজিৎ রায়ের মাথায় এবং রাফিদা আহম্মেদের মাথা ও বাম হাতে কুপিয়ে জখম করে অজ্ঞাত সন্ত্রাসীরা।
এবার একুশের বইমেলায় দুটি বই প্রকাশ হয়েছে অভিজিতের, সে কারণেই গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরেছিলেন তিনি ।
অভিজিৎ রায়ের প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে অবিশ্বাসের দর্শন, ‘আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী’, ‘মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে’, ‘ভালবাসা কারে কয়’, স্বতন্ত্র ভাবনা : মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি, সমকামিতা : বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান।
প্রসঙ্গত ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে একইভাবে চাপাতি দিয়ে লেখক হুমায়ুন আজাদের ওপর হামলা হয়েছিল। ওই হামলায় জঙ্গিরা জড়িত ছিল বলে পরে তদন্তে বেরিয়ে আসে।