আজকাল তোমার প্রায়ই মন খারাপ থাকে ,
আমিও রোজ রুমাল দিয়ে মুছে দেই তোমার সব
টুকরো টুকরো অভিমান।
নিষ্ঠুর সামাজিকতায় বেড়ে চলে তোমার ক্রোধ।
আবেগহীন নির্লিপ্ত আমিও,
মিশিয়ে নিয়েছি অভিমান নাগরিক কোলাহলে।
তোমার অশ্রুসিক্ত আঁখি আজ আর নিংড়ে যায় না আমার হৃদয়,
অব্যক্ত অনুভূতিগুলো আর আগের মতো আলোড়িত করে না আমাকে।
আমি আজ সর্বহারাদের দলে।
যদি পারো নিষ্ঠুর সামাজিকতার শৃংখল ভেঙে
চলে এসো মানবমুক্তির মিছিলে,
কথা দিচ্ছি, ওষ্ঠ দিয়ে মুছে দিবো অভিমানের প্রতিটি কণা।।