১৯৭১ এর কয়েক বছর পর আমার জন্ম। মুক্তিযুদ্ধের ঘটনা সবটাই পড়ে জানা বা বাবা-চাচা সহ যারা মুক্তিযোদ্ধা ছিল তাঁদের কাছ থেকে শোনা। বিজয়ের আবেগ কি ছিল সেটা সারা বাংলাদেশের মানুষ আজ দেখেছে, অনুভব করেছে, অভিজ্ঞতা নিয়েছে। শুধু গুটি কয়েক হতভাগা, যারা অন্যায়কে অন্যায় বলতে পারে নি, যেনে-বুঝে দলকানা হয়ে থেকে গিয়েছে বছরের পর বছর এরা ছাড়া। এরা আজ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে।
সুযোগ এসেছে এক নতুন বাংলাদেশ গড়ার। আধুনিক বাংলাদেশ গড়ার। একটা স্বাধীন বিচারবিভাগ গড়ার। একটু আইন মেনে চলা পুলিশ বাহিনী গড়ার। একটি যোগ্য ও শিক্ষিত লোকদের নিয়ে প্রশাসন তৈরি করার। যারা সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার রুপরেখা তৈরি করে তা বাস্তবায়ন করতে পারে।
সবাইকে ৫ই আগষ্ট ২০২৪ দ্বিতীয় স্বাধীনতা দিবসের অভিনন্দন।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৫