সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যাক্তিদের নানান আপত্তিকর ছবি, ভিডিও নানান সময়ে অনলাইনে লিক হয়। রাজনৈতিক কারণেই হয়। বহু বছর আগে একবার জাতির দুর্ভাগ্য হয়েছিলো কক্সবাজারের মাদক সম্রাট, এককালীন এমপি বদির নগ্ন ভিডিও দেখার। এ জাতি এমনিতেই নানা কুৎসিত জিনিষ দেখতে অভ্যস্হ। যেমন পুলিশ দিয়ে ছাত্রদের হত্যা করার পর আবার কেউ কেউ হাসপাতালে গিয়ে তাদের জড়িয়ে ধরে কান্না করা ইত্যাদি। এর মাঝে এই ধরণের কুৎসিত নগ্ন ভিডিও, ছবি দেখার ভয়াবহ অভিজ্ঞতা নিতে আমাদের কষ্ট হয়। অনলাইনে সরকারের ছাত্র সংঘঠনের বিভিন্ন নেতা-নেত্রীর নানার নগ্ন ভিডিওর ছড়াছড়ি।
এক সপ্তাহ আগেই এই জাতির উপর ভয়াবহ দুর্যোগ গেছে। এর মাঝেই এখন আমাদের দেখতে হচ্ছে গুরুত্বপূর্ণ এক সরকারী এমপি এবং ভাতের হোটেল বিষয়ক এক মহাগুরুত্বপূর্ণ পুলিশ অফিসারের নগ্ন ভিডিও। এদের কুৎসিত নগ্ন দেহ দেখে অনেকেই ভয়াবহ ট্রমার মধ্যে চলে যাচ্ছেন। এ থেকে আমরা পরিত্রাণ চাই। সরকারী এইসব লিক ভিডিও, ছবি প্রচার করা বন্ধ হোক।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৪ ভোর ৫:১০