২০১১ সালের দিকে যখন সামু ব্লগ থেকে ফেবু জনপ্রিয় হতে শুরু করে সে সময় থেকেই এই ব্লগে সময় কমিয়ে দিতে থাকি। ২০০৭ থেকে কত সময় দিয়েছে এই ব্লগে!! দিনে ১২-১৪ ঘন্টা নেশার মত ব্লগিং করতাম।
যে ফেবুতে সচল ছিলাম, সেই ফেবু আইডিটি ২০১৩ সালে দেশ থেকে হ্যাকিং হয়। খুব কষ্ট পেয়েছিলাম। ২০১৩ সালে নতুন আইড খুলি। আজ ১০ বছর পর ঘূর্ণিঝড় মোখার রাতে সেই আইডিটি চলে গেল। আমার লেখালিখির কারণে অনেকেরই চক্ষুশুল ছিলাম। আইডির উপর শকুনির নজর ছিলো। ১০ বছর ধরে লালন করা আইডির উপর একটা মায়া পড়ে গিয়েছিলো।
নতুন করে আইডি খুললাম। হয়ত আরো ১০ বছর যাবে এটাকে বড় করতে।
প্রোফাইলে লিংক আছে কেউ যদি জড়াতে চায় এই অধমের সাথে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৩ সকাল ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



