প্যাসেঞ্জার ক্যাপাসিটিঃ
ঢাকা মেট্রোরেল - ১ লক্ষ ৮ শত পার ডে।
লাহোর মেট্রোরেল - ২ লক্ষ ৫০ হাজার পার ডে।
রুটের দৈর্ঘ্যঃ
ঢাকা মেট্রোরেল - ২০.১ কিলোমিটার।
লাহোর মেট্রোরেল - ২৭.১ কিলোমিটার।
ট্রেনের সংখ্যাঃ
ঢাকা মেট্রোরেল - ৫৬ টি প্ল্যানড
লাহোর মেট্রোরেল - ৫৪ টি (২৭ টি রানিং, ২৭ টি আপকামিং)
স্টেশন সংখ্যাঃ
ঢাকা মেট্রোরেল - ১৬ টি এলিভেটেড স্টেশন।
লাহোর মেট্রোরেল - ২৪ টি এলিভেটেড স্টেশন, ২ টি আন্ডারগ্রাউন্ড স্টেশন।
প্রকল্পের কাজ শুরুঃ
ঢাকা মেট্রোরেল - জুন ২০১৬
লাহোর মেট্রোরেল - অক্টোবর ২০১৫
প্রকল্পের কাজ শেষঃ
ঢাকা মেট্রোরেল - পরীক্ষামূলক চালানো হলেও,যাত্রী কবে থেকে উঠানো হবে তা এখনো শিওর না।
লাহোর মেট্রোরেল - মার্চ ২০১৮
প্রকল্প বাজেটঃ
ঢাকা মেট্রোরেল - ২.৮ বিলিয়ন মার্কিন ডলার
লাহোর মেট্রোরেল - ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার
লাহোর মেট্রোর তুলনায় দৈর্ঘ্যে ২৫% ছোট ও যাত্রীবহন ক্ষমতা ৬০% কম হলেও ঢাকা মেট্রো রেল বানানোর খরচ প্রায় ৭৫% বেশী লাহোর মেট্রো থেকে।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৮