রোগীর প্রতি প্রাইভেট প্রশ্ন (১৮+)
সিন্দবাদের গল্পে হেকিম-কবিরাজে ছড়াছড়ি। ইউনানী শাস্ত্র বলে একটা জিনিষ আছে। সেটা পাশ করে হেকিম হতে হয়। আর মঘা ডিগ্রীর জন্য যেতে হয় মখা সাহেবের কাছে।
এই ডিগ্রীপ্রাপ্ত (!), বিশিষ্ট বিশেষজ্ঞদের বিজ্ঞাপণ প্রচারে আদিকাল হতে প্রচারিত হয় উপরের লিফলেট। প্রাচীন কালে এটি মূলত ঢাকার ফার্মগেট কেন্দ্রিক থাকলেও যুগের আধুনিকতায় এটা শহরের বিভিন্ন মোড়ে সহ সারা দেশে ছড়িয়ে পড়ে। যুক্ত হয় বোরকা পরা মহিলা লিফলটে প্রচারকদের। এদের ছুড়ে দেয়া লিফটেরের চমৎকার নিশানায় বহু বাস/রিক্সা/সিএনজিগামী যুবকদের নাক-মুখ-চোখ থোতা হয়েছে।
কি থাকে এইসব লিফলেটে। অতি বৈজ্ঞাণিক কিছু প্রশ্ন। রোগীর কেস হিস্ট্রি বের করার জন্য থাকে নানা রকম আ্যঙেল থেকে প্রশ্ন। রোগীর জেন্ডার ভেদে প্রশ্নের ধরণ। আমাদের মেডিকেল কলেজের প্রফেসররা, যারা ৩০ সেকেন্ড রোগী দেখার জন্য ৫০০/- ভিজিট নেন, উনারা এর চৌত্রিশ ভাগের একভাগ প্রশ্ন করেন।
এইসব রোগের সবই ১৮+। তাই লিফলেট পড়তে চাইলে ১৮+ না হলে এই পোষ্ট থেকে কেটে পড়ুন।
রোগীর প্রতি প্রাইভেট প্রশ্ন (উত্তর চাই)
-----------------------------------
১। রোগীর বয়স কত?
২। রোগের জন্ম কত দিন হইতে?
৩। দৈনিক পায়খানা কয়বার হয়?
৪। পায়খানা কোষ্ঠ অথবা তরল কিনা?
৫। স্বপ্নদোষ আছে কিনা?
৬। প্রস্রাবের আগে পরে ধাতু বাহির হয় কিনা?
৭। পায়খানায় কোথ দিলে চুনের জলের মত ধাতু বাহির হয় কিনা?
৮। দুধ পান করিলে পেটের গোলমাল বাড়ে কিনা?
৯। স্ত্রী সঙ্গমকালে জলদি ধাতু এঞ্জাল হয় কিনা?
১০। লিঙ্গের কোন দোষ আছে কিনা?
১১। প্রস্রাবে জ্বালা-পোড়া আছে কিনা?
১২। পেটে ক্ষুধা কি রকম?
১৩। হস্থমৈথুনের অভ্যাস আছে কিনা?
১৪। বিবাহিত কি অবিবাহিত?
১৫। এই সমস্ত রোগের জন্য পেনিসিলিন ইন্জেক্শন নিয়াছেন কিনা?
১৬। বিবাহ হইয়াছে কয় বৎসর ও ছেলে-মেয়ে কয়জন?
১৭। আপনি অবিবাহিত হইলে প্রাইভেট লাভার আছে কিনা?
১৮। কাশি ও নাভির নীচে কোন রকমের কামড়ী আছে কিনা?
১৯। পায়খানার পর পায়ানার দরজায় জ্বালাপোড়া আছে কিনা?
২০। সঙ্গম করিলে দিনের বেলায় কি রকম বোধ হয়?
২১। অম্ল পিত্ত ও বায়ুচড়া আছে কিনা?
২২। রাত্রে ভাল ঘুম হয় কিনা?
২৩। পায়খানার সহিত আম বাহির হয় কিনা?
২৪। লিভারের দোষ আছে কিনা?
২৫। গুহ্যদ্বারে সুতা ক্রিমি বিরক্ত করে কিনা?
২৬। পায়খানার সহিত সময় সময় রক্ত বাহির হয় কিনা?
২৭। গণোরিয়া ও সিফিলিশ হইয়াছে কিনা?
২৮। রোগী স্ত্রী হইলে মাসিক স্রাব হয় কিনা?
২৯। স্রাবের সময় তলপেটে ও মাজা ব্যথা-বেদনা কি রকম?
৩০। আফিং গাঁজা বা মদের অভ্যাস আছে কিনা?
৩১। সর্বশরীরে ও গীরায় গীরায় ধরা এবং ব্যথা-বেদনা আছে কিনা?
৩২। স্ত্রীলোকের গ্রহণী সুতিকা এবং শ্বেতপ্রদর ও রক্ত প্রদরে দোষ আছে কিনা?
৩৩। গরম ভাল না ঠান্ডা ভাল লাগে?
৩৪। গর্ভবতী স্ত্রীলোক হইলে তাহার সকল বিষয় পরিস্কারেভাবে লিখিবেন।
------------------
(এই পোষ্টটি মৌলিক নয়। অনেক আগে কোথাও থেকে কপি করা ছিল। কৃতজ্ঞতা মূল লেখক)
-------------------
সবশেষে আর একটি ১৮+ ছবি:
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন