ফ্যামিলি মুভি বা ছোটদের মুভি হিসাবে আ্যনিমেশনের জনপ্রিয়তা থাকলেও সাধারণত মুভিখোররাও এইসব মুভি দেখতে পিছিয়ে থাকেন না
২০১০ এ বড় প্রোডাকশ হাউসগুলোর (পিক্সার/ড্রিমসওয়ার্ক/ডিজনি) প্রায় সবকয়টা মুভিই হিট হয়েছিল।
মোটমাট ৬ টি মুভি বাছাই করেছি। ছোটখাট রিভিউ সহ। উচ্চাক্রমানুসারে সাজানো।
Megamind মুভিটি সুপারম্যানের স্পুফ করে করা মনে হলো। সুপারভিলেন মেগামাইন্ড এর সাথে আজীবনের শত্রুতা থাকে সুপারহিরো মেগামেনের। মেগামেনকে মেরে ফেলার পর মেগামাইন্ড বোরিং হয়ে নতুন এক সুপারহিরো তৈরি করে। এই নিয়ে মুভি। মাঝখানটায় গডফাদারের মার্লোন ব্রান্ডোকে নিয়ে আসা হয়েছে অল্প সময়ের জন্য
Despicable Me মুভিটিও সুপারভিলেনের ভালোমানুষ হয়ে যাবার কাহিনী। ফানি প্লটের জন্য উপভোগ্য বেশ। বাচ্চারা (এবং বুড়োরা) মজা পাবে।
Shrek Forever After শ্রেক সিরিজের শেষ মুভি। বোরিং শ্রেক কিভাবে প্যারালাল এক ভিন্ন জগতে চলে যায়...যেখানে সবকিছুই তার বিপক্ষে সেটা নিয়েই এই মুভি।
How to Train Your Dragon একটু গতানুগতিক কাহিনী হলেও ভিন্ন ধরণের প্লটের কারণে উপভোগ্য। আ্যনিমেশনের কাজও বেশ চমৎকার। ভাইকিং ডাকাতদের এক ছেলে কিভাবে সবচেয়ে ভয়ংকর এক ড্রাগনকে তার নিজের করে নেয় সেটা নিয়ে এই মুভি।
Tangled মুভিটির পোষ্টার কি পরিচিত লাগছে! আজীবন এক প্রাসাদে থেকে বড় হওয়া লম্বা চুলের রাজকন্যা প্রেমে পড়ে এক বাউন্ডুলে চোরের। বাকী কাহিনী মুভিতে
Toy Story 3 খুব সম্ভবত এই সিরিজের শেষ মুভি। বড় হয়ে যাওয়া আন্ডি চলে যায় কলেজে। যাবার আগে সে তার খেলনা গুলো রেখে যাবার কথা চিলেকৌঠায়...ভুলে সেগুলো চলে যায় এক ডে-কেয়ার সেন্টারে। সেখানে উডি-বাজ লাইটইয়ার গং সম্মুখীন হয় অপ্রত্যাশিত বিপদের!
মুভিগুলোর লিংক নানান মুভি সাইট ও টরেন্টোতে আছে (Tangled ছাড়া, এটির ভালো কোন লিংক আসেনি এখনও)।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:০৭