ইংরেজী মুভি নিয়ে প্রচুর পোষ্ট দেই বলে অনেকেই নানা সময়ে কমেন্ট করেছে বাংলা-হিন্দী মুভির বিষয়ে...একসময় প্রচুর হিন্দী মুভি দেখতাম....ভিডিও ক্যাসেটে...পিসি সহজলভ্য হবার পর ইংরেজী মুভি দেখার পরিমাণ বেড়ে গেল....এবং ইন্টারনেট নির্ভর হওয়ার পর অনলাইনে ভালো প্রিন্টের ঝামেলাবিহীন হিন্দী মুভি দেখার সোর্সও গেল কমে.....তবুও এখনও মাঝে মাঝে হিন্দী মুভি দেখি...সর্বশেষ দেখেছি ভৌতিক মুভি ১৩-বি...
স্মৃতি হাতড়ালে যে ১০ টি মুভির নাম সর্বদা মনে পড়বে সেটা নিয়েই এই পোষ্ট...কোন লিংক দিলাম না...দিলাম না তেমন কোন রিভিউও...কারণ ধারণা করছি এই মুভি গুলো আমার চেয়ে অন্যরা অনেক ভালো ভাবে দেখেছে!
Gol Maal (1979)
অমল পালেকারের এই টাইপের মুভি সবগুলোর ফ্যান আমি (বিশেষ ভাবে Chhoti Si Baat)...চমৎকার গান-কমেডির মুভি এটি...
Qayamat Se Qayamat Tak (1988)
...মন্তব্য নিষ্প্রয়োজন!!....
Tezaab (1988)
অনিল কাপুর-মাধুরী দীক্ষিতের দূর্দান্ত মুভি ছিল এটি...সে সময়ে ১-২-৩ গানটা ছিল সুপার-ডুপার হিট!
Khal Nayak (1993)
সন্জয় দত্ত--জ্যাকি শ্রফ এবং মাধুরীর আরেকটি সুপার হিট মুভি এটি...একসময় এই মুভির প্রতিটি ডায়ালগ মুখস্হ ছিল আমার!!
Baazigar (1993)
আমরা যে শাহরুখ খানকে চিনি...তার উত্থান ধরা হয় এই মুভি থেকে...সাসপেন্স থ্রিলার....
Dilwale Dulhania Le Jayenge (1995)
...মন্তব্য নিষ্প্রয়োজন!!.....
Vaastav: The Reality (1999)
আন্ডারওয়ার্ল্ডের ড্রামা-আ্যকশন নিয়ে সন্জয় দত্তের চমৎকার মুভি।
Sarfarosh (1999)
আমির খান-সোনালি বেন্দ্রে--নাসিরুদ্দিন শাহের আরেকটি চমৎকার মুভি ছিল এটি....প্লট--অভিনয় গান মিলে সে সময়কার মাস্টারপিস!
Hum Dil De Chuke Sanam (1999)
এটা আমার অলটাইম ফেভারিট! ঐশ্বরিয়া রাইয়ের অসাধারণ: অভিনয়...দৃশ্যায়ন-গান-প্লট...চমৎকার!
Munnabhai M.B.B.S. (2003)
মন্তব্য নিষ্প্রয়োজন..মূল মুভি প্যাচ আডামসের ক্ষেত্রেও তাই প্রযোজ্য...
-----------
এর বাইরেও প্রচুর হিন্দী মুভি রয়েছে যেগুলো স্মৃতিতে এখনও অম্লান.....