আজ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম: Relationships Are more important than Ego. এতে অনেক সম্মতি জনালেও কেউ কেউ কিছুটা আপত্তি উত্থাপন করে বলে Self respect always comes first. আমি বললাম সেল্ফ রেসপেক্ট এবং ইগো এক নয়। জবাবে আসলো শব্দ দুটি একটি অপরটির প্রতিশব্দ।
তখন আমি এই শব্দ দুটির ব্যাবহারিক পার্থক নিয়ে গবেষণাশুরু করলাম। এবং যা পেলাম তা হলো:
১) সেল্ফ রেসপেক্ট হলো আপনি জানেন যে আপনি ভাল মানুষ আর ইগো হলো আপনি মনে করেন যে আপনি অন্য সবার থেকে ভাল। সেল্ফ রেসপেক্ট হলো আপনি জানেন যে আপনি বুদ্ধিমান আর ইগো হলো আপনি মনে করেন যে আপনি সকলের চেয়ে জ্ঞানি।
২) সেল্ফরেসপেক্ট যখন তার সীমারেখা ক্রস করে এবং অপরকে আঘাত করতে শুর করে তখন সেটা ইগোতে রুপান্তরিত হয়।
৩) ইগো তৈরী হয় হলো স্ফীত আত্মসম্মান থেকে এবং আত্নসম্মানবোধ বা সেল্ফ রেসপেক্ট তৈরী হয় হলো সত্য এবং মিথ্যার পার্থক্য অনুধাবন করার মধ্যদিয়ে।
৪) ইগো হলো কষ্টদায়ক অহংকার আর 'সেল্ফ রেসপেক্ট' হলো সমাজে নিজের সঠিক মর্যাদা অনুধাবন করতে পারা।
৫) সেল্ফ রেসপেক্ট হলো সব সময় ধ্রুব সত্য এবং ইগো নিজ থেকে প্রকাশ করা।
৬) ইগো হলো কোন কিছুর প্রতি নিজস্ব ভংগিমা বা নিজের অবস্থান যেটাকে ব্যাক্তির এটিটিউড ও বলা যায়।
৭) ইগো হলো মর্যাদা আদায় করার চেষ্টা। সেল্ফ রেসপেক্ট হলো নিচু হওয়া।
৮) ইগোর মানে হলো এটা মনে করা যে, আমি হলাম এই পৃথিবীর জন্য একটা বড় উপহার। আমি হলাম সকলের মধ্যমনি। কাজেই আমাকে ঘিরেই সকল কর্ম সম্পাদন হওয়া উচিত। আর সেল্ফ রেসপেক্ট হলো নিজের লিমিটেশন সমন্ধে অবগত হওয়া। এবং নিজের মধ্যে যেই দক্ষতা আছে সেটা জাহির করতে না চাওয়া।
৯) সেল্ফ রেসপেক্ট হলো নিজের উপর বিশ্বাস রাখা আর ইগো হলো নিজেকে অপরের চেয়ে ভাল মনে করা।
১০) ইগো হলো কেবল নিজেকে নিয়েই চিন্তা করা, মানুষ তার সমন্ধে কি বললো বা না বললো সেদিকে ভ্রুক্ষেপ না করা। সেল্ফ রেসপেক্ট হলো নিজেকে নিয়ে চিন্তা করার পাশাপশি অন্যদের ধ্যানধারনা নিয়েও চিন্তা করা।
- কেহ কেহ বলেন: যার মধ্যে অতিমাত্রায় ইগো থাকে তার মধ্যে জিরো মাত্রায় 'সেল্ফ রেসপেক্ট' থাকে।
মোট কথা হলো: আমাদের সকলের জীবনেই সেল্ফ রেসপেক্ট বাড়ানো উচিত এবং ইগো কমানো উচিত।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১০