somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" বিশ্ব সেরা বিমানবন্দর - ২০২১ " - বিশ্বের সেরা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর (স্কাইট্র্যাক্সের বার্ষিক র‍্যাংকিং অনুসারে) ও আমাদের অবস্থান।

০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর
ছবি - আল জাজিরা

প্রায় এক দশকের মধ্যে এই প্রথম বিশ্বের এক নম্বর বিমানবন্দর হিসেবে নিজের অবস্থান হারাল সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। আর সেই স্থানটি দখল করে নিয়েছে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর বার্ষিক যে তালিকা প্রকাশ করেছে স্কাইট্র্যাক্স তাতে প্রথম স্থানটি পেয়েছে HIA ।


ছবি - আল জাজিরা

"২০২১ কভিড - ১৯ এয়ারপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড" - এর তালিকায় এ বছর গ্রাহকদের ভোটে সারা বিশ্বের ৩৯টি বিমানবন্দরের নাম উঠে এসেছে। আর তাদের মাঝ থেকে আসুন দেখি বিশ্বের সেরা ১০ দশ বিমানবন্দর।

২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত পরিচালিত জরিপের মাধ্যমে নির্বাচিত বিশ্বসেরা বিমানবন্দরগুলোর বেশির ভাগই ইউরোপ ও এশিয়ার। এর মধ্যে তিনটি বিমানবন্দরই জাপানের। ফলে জাপান সব মিলিয়ে বিমানবন্দরের ক্ষেত্রে বেস্ট-রেটেড দেশ নির্বাচিত হয়েছে।


হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর
ছবি - businessinsider.com

কিসের ভিত্তিতে বা কিভাবে নির্বাচিত করা হয়েছে সেরা ১০ তালিকা - এ বছর ভোট দেওয়ার ক্ষেত্রে গ্রাহকরা যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে - কভিড-১৯ তথ্যসেবা, ফেস মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা, হ্যান্ড সেনিটাইজারের সহজলভ্যতা, সামাজিক দূরত্ব মানার বাধ্যবাধকতা, সিটে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কার্যপ্রণালী, টার্মিনালের পরিচ্ছন্নতা এবং ওয়াশরুমের পরিচ্ছন্নতা।


হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর
ছবি - businessinsider.com

১। প্রথম স্থান - সারা বিশ্বের ৩৯ টি বিমানবন্দরের মধ্যে গ্রাহকদের ভোটে শীর্ষ ১০টির মধ্যে ২০২১ সালে প্রথম হয়েছে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। হামাদ বিমানবন্দর কয়েক বছর ধরেই র‍্যাঙ্কিংয়ে ধাপে ধাপে ওপরে উঠে আসছিল। কাতার সরকার এই বিমানবন্দর ও কাতার এয়ারওয়েজে প্রচুর বিনিয়োগ করার ফলাফল হামাদের এই শীর্ষস্থান অর্জন। হামাদ বিমানবন্দরে কানেক্টিং ফ্লাইট থাকা যাত্রীদের জন্য বিনা মূল্যে শহর ভ্রমণ, থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। এ ছাড়া একটি ভিআইপি ট্রান্সফার সেবাও আছে, যার অংশ হিসেবে বিমানবন্দরে নামার পর এয়ারলাইনসের কর্মীরা দর্শনার্থীদের গাইড করেন এবং পরবর্তী ফ্লাইটে পৌঁছে দেন। তাছাড়া এই বিমানবন্দরের লাউঞ্জ, দোকান, ফ্রি ওয়াইফাই এবং সুইমিং পুল সহ নানা সুযোগ-সুবিধা রয়েছে ভ্রমণকারীদের যাত্রা আনন্দময় ও নিখুঁত করে তোলার জন্য ।



হানেদা বিমানবন্দর,টোকিও,জাপান
ছবি - skytraxratings.com

২। দ্বিতীয় স্থান - গ্রাহকদের ভোটে শীর্ষ দ্বিতীয় স্থানে রয়েছে টোকিও হানেদা বিমানবন্দর। জাপানের রাজধানী টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর হল বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি এবং জাপানের ব্যস্ততম বিমানবন্দরটি মধ্য টোকিও থেকে ৩০ মিনিটেরও কম দক্ষিণে অবস্থিত। বিমানবন্দরের তিনটি টার্মিনাল রয়েছে - টার্মিনাল-১ ,টার্মিনাল-২ এবং আন্তর্জাতিক টার্মিনাল-৩।


চাঙ্গি বিমানবন্দর,সিংগাপুর
ছবি - gettyimages.ae

৩। তৃতীয় স্থান - গ্রাহকদের ভোটে এ বছর প্রথম স্থান হারিয়ে তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সিংগাপুরের চাঙ্গি বিমানবন্দরকে। সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম ব্যস্ত যাত্রী কেন্দ্র এবং এটি তার অতুলনীয় যাত্রী অভিজ্ঞতার জন্য বিখ্যাত।


ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর,দক্ষিণ কোরিয়া।
ছবি - ittekuru.com

৪। চতুর্থ স্থান - গ্রাহকদের ভোটে চতুর্থ স্থানে আছে দক্ষিণ কোরিয়ার ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর। ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বিমানবন্দর এবং বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। এটি ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডে এয়ারপোর্ট অফ দ্য ইয়ার খেতাবের প্রাক্তন বিজয়ী।


নারিতা বিমানবন্দর,জাপান
ছবি - businesstraveller.com

৫।পঞ্চম স্থান - গ্রাহকদের ভোটে পঞ্চম স্থানে আছে টোকিওর নারিতা বিমানবন্দর। টোকিও নারিতা বিমানবন্দর হল একটি আন্তর্জাতিক বিমানবন্দর যা জাপানের বৃহত্তর টোকিও এলাকায় যাত্রীসেবা পরিবেশন করে। নারিতা জাপান এয়ারলাইন্স এবং অল নিপ্পন এয়ারওয়েজের আন্তর্জাতিক হাব হিসেবে কাজ করে


মিউনিখ বিমানবন্দর,জার্মানী
ছবি - cntraveler.com

৬। ষষ্ঠ স্থান - গ্রাহকদের ভোটে ষষ্ঠ স্থানে আছে জার্মানীর মিউনিখ বিমানবন্দর। মিউনিখ বিমানবন্দর হল জার্মানির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর এবং লুফথানসা জার্মান এয়ারলাইন্সের সেকেন্ডারি হাব। ১৫০ টিরও বেশি খুচরা দোকান এবং প্রায় ৫০ টি জায়গা যেখানে আপনি খেতে এবং পান করতে পারেন। এটি একটি শহরের কেন্দ্রের মতো, যা ভ্রমণকারীদের এবং দর্শনার্থীদের দেখতে এবং করার জন্য প্রচুর পরিমাণে অফার করে ।


জুরিখ বিমানবন্দর,সুইজারল্যান্ড
ছবি - dormakaba.com

৭। সপ্তম স্থান - গ্রাহকদের ভোটে সপ্তম স্থানে সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর। জুরিখ বিমানবন্দর সুইজারল্যান্ডের ব্যস্ততম বিমানবন্দর এবং এটি সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনসের প্রাথমিক কেন্দ্র এবং জুরিখ শহরের কেন্দ্রস্থল থেকে ১২ কিঃমিঃ দূরে অবস্থিত।


হিথরো বিমানবন্দর,ইংল্যান্ড
ছবি - timesofindia.indiatimes.com

৮। অষ্টম স্থান - গ্রাহকদের ভোটে অষ্টম স্থানে লন্ডনের হিথরো বিমানবন্দর। হিথ্রো বিমানবন্দর হল বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলির মধ্যে একটি এবং ব্রিটিশ এয়ারওয়েজ এবং ভার্জিন আটলান্টিক এয়ারওয়েজের প্রাথমিক কেন্দ্র। এটির চারটি প্যাসেঞ্জার টার্মিনাল রয়েছে, যা করোনার কারনে ২০২০ সালের বেশিরভাগ সময়ে ব্যবহার করা ২ টার্মিনালে নামিয়ে আনা হয়েছে।


কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর,জাপান
ছবি -alamyimages.fr

৯। নবম স্থান - গ্রাহকদের ভোটে নবম স্থানে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর । কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর ১৯৯৪ সালে চালু হয়েছে এবং এটি বর্তমানে জাপানের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠেছে। ২৪ ঘন্টা অপারেশন সহ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় রুটের জন্য বৃহত্তম নেটওয়ার্কগুলির একটি বিমানবন্দর হিসাবে যাত্রীসেবা প্রদান করে।


হংকং আন্তর্জাতিক বিমানবন্দর, হংকং
ছবি - skytraxratings.com

১০। দশম স্থান - গ্রাহকদের ভোটে দশম স্থানে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। হংকং আন্তর্জাতিক বিমানবন্দর হল বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী এবং কার্গো বিমানবন্দরগুলির মধ্যে একটি এবং ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের কেন্দ্রস্থল। এ বিমানবন্দর (HKIA) জুলাই ১৯৯৮ সালে চালু হয়েছিল।

==============================================================


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,ঢাকা
ছবি - wikiwand.com

২০২১ সালে বিশ্বে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান -

বাংলাদেশে মোট আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে ৩টি।

১। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,ঢাকা।
২। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম।
৩। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এটি রাজধানী ঢাকার উত্তর অংশে, শহরের কেন্দ্র থেকে ১৭ কিলোমিটার দূরে কুর্মিটোলায় অবস্থিত। বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ১৯৮০ সালে নির্মিত হয়

প্রতিবছর যাত্রী সেবার মানের উপর ভিত্তি করে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স। সম্প্রতি তারা ২০২১ সালে সেরা বিমানবন্দরগুলোর তালিকা করেছে। তবে সেরা একশতেও জায়গা হয়নি বাংলাদেশের কোনো বিমানবন্দরের। শুধু কি তাই ? এশিয়া ও দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরের তালিকাতেও নেই বাংলাদেশের কোন বিমানবন্দর। সেই তালিকায় সেরা একশতে ভারতের বিমানবন্দর রয়েছে অন্তত চারটি, রয়েছে ভুটানেরও।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,ঢাকা
ছবি - hsiabd.com

চলতি বছর বিশ্বের পাঁচ শতাধিক বিমানবন্দরকে মূল্যায়ন করেছে স্কাইট্র্যাক্সের বিশেষজ্ঞরা। বিশ্বসেরাদের তালিকায় ভারতের দিল্লি বিমানবন্দর রয়েছে ৪৫ নম্বরে। এছাড়া দেশটির হায়দ্রাবাদ, মুম্বাই ও ব্যাঙ্গালুরু বিমানবন্দর রয়েছে যথাক্রমে ৬৪, ৬৫ ও ৭১ নম্বরে।মধ্য-দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, ব্যাঙ্গালুরু, চেন্নাই, কলম্বো, কলকাতা, পারো, করাচি ও গোয়া বিমানবন্দর। অর্থাৎ এ তালিকায় ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, ভুটান ও পাকিস্তানের বিমানবন্দর থাকলেও নেই বাংলাদেশের।জানা যায়, ১৯৯৯ সাল থেকে যাত্রীদের পছন্দের ভিত্তিতে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ করে আসছে স্কাইট্র্যাক্স।


বাংলাদেশের মানচিত্র
ছবি - google.com


স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ-কাতারের যাত্রা এবং বর্তমানে এ দুয়ের অবস্থান

বাংলাদেশ - ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর পাকিস্তানের বিরুদ্ধে জয়ের মাধ্যমে বিশ্ব দরবারে আমরা স্বাধীন জাতি এবং স্বাধীন দেশ হিসাবে যাত্রা শুরু করি । বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৮ কোটি।বাংলাদেশের অর্থনীতি একটি মধ্যম আয়ের উন্নয়নশীল এবং স্থিতিশীল বাজার অর্থনীতি বিরাজমান। এই অর্থনীতির বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে মধ্যমহারের বার্ষিক প্রবৃদ্ধি, ব্যাপক দারিদ্র্যতা , আয় বণ্টনে অসমতা, শ্রমশক্তির উল্লেখযোগ্য বেকারত্ব, জ্বালানী, খাদ্যশস্য এবং মূলধনী যন্ত্রপাতির জন্য আমদানী নির্ভরতা, জাতীয় সঞ্চয়ের নিম্নহার, বৈদেশিক সাহায্যের ওপর ক্রমহ্রাসমান নির্ভরতা এবং কৃষি খাতের সংকোচনের সঙ্গে সঙ্গে সেবা খাতের দ্রুত প্রবৃদ্ধি। বাংলাদেশের প্রধান শিল্প সমূহ হলো - সুতির টেক্সটাইল, গার্মেন্টস, চা প্রক্রিয়াকরণ, নিউজপ্রিন্ট কাগজ, চিনি, হালকা প্রকৌশল, রাসায়নিক দ্রব্য, সিমেন্ট, সার, খাদ্য প্রক্রিয়াকরণ, লোহা ও ইস্পাত শিল্প।বর্তমানে প্রবাসী আয় (রেমিট্যান্স) এবং তৈরি পোশাক শিল্প (গার্মেন্টস) বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ ডলার। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতির। এই পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে সরকারের প্রধান ক্ষমতা ন্যস্ত থাকে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন রয়েছেন শেখ হাসিনা ওয়াজেদ এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীও।

কাতার - ১৮ ডিসেম্বর কাতারের স্বাধীনতা দিবস ( যদিও ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর ব্রিটিশদের সাথে একটি চুক্তির মাধ্যমে কাতার পূর্ণ স্বাধীনতা লাভ করে তবে এখন পরিবর্তিত হয়ে এটি ১৮ ই ডিসেম্বরে পালিত হয়।)। বাংলাদেশের বিজয়ের ঠিক ২ দিন পর ১৯৭১ সালের ১৮ ই ডিসেম্বর স্বাধীন জাতি এবং স্বাধীন দেশ হিসাবে যাত্রা শুরু করে কাতার । বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্তও কাতার একটি তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল। ঐ সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং এগুলি উত্তোলন শুরু হয়। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি। তেল আবিষ্কারের আগে কাতারি অঞ্চলের অর্থনীতি ছিল মূলতঃ মাছ ধরা এবং মুক্তো শিকারের । কাতার একটি উচ্চ-আয়ের অর্থনীতির দেশ এবং কাতারে আছে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস এবং তেলের মজুদ ।কাতারের সরকার ব্যবস্থা রাজতান্ত্রিক কাঠামোয় । কাতারের আমীর হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধান । কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ২০১৩ সালে তার পিতা হামাদ বিন খলিফা আল থানির হাত থেকে ক্ষমতা গ্রহণ করেন। ১৯৯৫ সাল থেকে দেশটির আমীর ছিলেন হামাদ বিন খলিফা আল থানি।


কাতারের মানচিত্র
ছবি - google.com

কাতারের মোট জনসংখ্যা ২৫ লাখের মতো। কাতারে জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। অভিবাসী শ্রমিকদের দ্বারা কাতারে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। গত দশ বছরে বিপুল পরিমাণে বিদেশী শ্রমিক কাতারে এসেছে।গত এক দশকে লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে কাতার। কয়েকমাস আগে কাতারের অর্থমন্ত্রী বিবিসিকে জানিয়েছিলেন, যুক্তরাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ ৪৫ থেকে ৫১ বিলিয়ন ডলারের মতো। পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ কাতার। ছোট এ দেশটিতে তেল ও গ্যাসের বিশাল মজুতের কারণে এটি সম্ভব হয়েছে। ২০১৬ সালের এক হিসেবে দেখা যায়, কাতারে মাথাপিছু আয় প্রায় এক লাখ ত্রিশ হাজার ডলার। কাতারের পরে দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ। তাদের মাথাপিছু আয় কাতারের চেয়ে ২০ হাজার ডলার কম। কাতার একটি রক্ষণশীল মুসলিম দেশ হিসেবে পরিচিত। কিন্তু গত কয়েক বছরে দেশটি শিল্পকলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। দেশটি নামী-দামী বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করেছে। রাজধানী দোহায় ইসলামিক আর্ট জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। প্রায় ১৪০০ বছরের নানা ধরনের চিত্রকর্ম এখানে প্রদর্শিত হচ্ছে।

শিল্পকর্মের প্রতি কাতারের আগ্রহ জাদুঘর থেকে বিস্তৃত হয়ে এখন খোলা জায়গায় এসেছে। যারা দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন তাদের চোখে বিশাল আকৃতির একটি ভাল্লুকের শিল্পকর্ম চোখে পড়েছে নিশ্চয়ই। প্রায় এক দশক আগে সুইজারল্যান্ডের একজন ভাস্করের তৈরি এ ভাস্কর্যটি ব্রোঞ্জের তৈরি এবং এর ওজন প্রায় ২০টন। ২০১১ সালে নিউইয়র্কে এক নিলাম থেকে প্রায় সাত মিলিয়ন ডলার খরচ করে এ ভাস্কর্যটি ক্রয় করে কাতার সরকার।

ফিফা বিশ্বকাপ - ২০২২ (এ বিষয়ে একটি পোস্ট) লিংক - Click This Link একক দেশ হিসাবে কাতারে অনুষ্ঠিত হবে । কাতার প্রথম মুসলিম এবং আরব দেশ হিসাবে ফিফা বিশ্বকাপের আয়োজক হবে। এছাড়াও ২০৩০ এর এশিয়ান গেমসও কাতারে অনুষ্ঠিত হবে।

যদিও কারো সাথে কারো তুলনা করা উচিত নয় কারন আমরা আমরাই । তারপরও একই সালে এবং কাছাকাছি সময়ে স্বাধীনতা লাভ করে এবং স্বাধীন দেশ হিসাবে যাত্রা শুরু করে আজ কোথায় আমরা আর কোথায় কাতার ?

==========================================================

তথ্য সূত্র - বিবিসি, সিএনএন, আল জাজিরা ও গালফ নিউজ ও উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতাকামীদের বাচ্চারা মাদ্রাসায় গিয়ে কিসে পরিণত হয়?

লিখেছেন জেনারেশন৭১, ২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৭



স্বাধীনতাকামীদের বাচ্চারা মাদ্রাসায় গিয়ে শিবির কিংবা হেফাজতে পরিণত হয়, যারা ১৯৭১ সালের স্বাধীনতায় বিশ্বাস করে না।

মুসলিম বিশ্বে, গরীবদের ছেলেমেয়েরা মাদ্রাসায় গিয়ে, আধুনিক জীবনভাবনা থেকে বিদায় নেয়,... ...বাকিটুকু পড়ুন

সামু ব্লগ কি আবারও ধর্মবিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত হইতেছে!

লিখেছেন নতুন নকিব, ২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৯

সামু ব্লগ কি আবারও ধর্মবিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত হইতেছে!

ছবিঃ অন্তর্জাল হতে সংগৃহিত।

ইহা, উহা, ইহার, উহার, ইহাকে, উহাকে - ইত্যাকার সাধু ভাষার শ্রুতিমধুর কিছু শব্দসম্ভারের প্রয়োগ কদাচিত আমাদের প্রিয়... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। হরিন শিকার এবং

লিখেছেন শাহ আজিজ, ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৮




রাতের অন্ধকারে গহিন বন থেকে অবৈধভাবে হরিণ শিকার করে মাংস নিয়ে ফিরছিল শিকারির দল। সুন্দরবনের খাল ধরে তাদের নৌকা এগোচ্ছিল লোকালয়ের দিকে। এমন সময় সেখানে হাজির হন... ...বাকিটুকু পড়ুন

হাফ-লেডিস বলছি.......

লিখেছেন জটিল ভাই, ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৮


(ছবি নেট হতে)

আজ ব্লগ না থাকলে কবেই আত্মহত্যা করতে হতো। জ্বী আমার কথাই বলছি। আমার মতো উপযোগহীণ গর্দভ টক্সিক ব্যক্তি বেঁচে আছি শুধু ব্লগের জন্যে। কিভাবে? তবে বলছি শুনুন।

ছোটবেলা হতেই... ...বাকিটুকু পড়ুন

=ভুলে যাচ্ছি কত কিছু=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪২



ভুলে যাচ্ছি মমতার ঋণ, বাবার আদর
ক্রন্দনরত দিন, বৃষ্টির ঝুম আওয়াজ
ভুলে যাচ্ছি কত কিছু দিন দিন
বিছানো ছিল কোথায় যেন স্নেহের চাদর।

ভুলে যাচ্ছি দেহের শক্তি, সরল মন
কঠিনের মাঝে ডুবে ধীরে
ভুলে... ...বাকিটুকু পড়ুন

×