ছবি - prothomalo.com
আমাদের উপমহাদেশে বৃষ্টির সাথে রোমান্টিকতা ওতপ্রোতভাবে জড়িত । বৃষ্টি মুহূর্তেই যেমন প্রকৃতিকে সতেজ করে তোলে, ঠিক তেমনি বৃষ্টির সময়ের শীতল বাতাস ও বৃষ্টির ফলে মাটির সোদা গন্ধ আমাদেরকে সবাইকে ভেতর থেকে করে তোলে সজীব-সতেজ। বৃষ্টির দিনে মানুষের মনটা হয়ে উঠে বৃষ্টিস্নাত প্রকৃতির মত নরম-কোমল । মানুষ আবেগাক্রান্ত হয়ে পড়ে বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সম্পর্কে ও সাথে।
আর তাইতো কবি বলেছেন,
"বৃষ্টি মানে অনুভুতি, সাথে আছে কেউ।
বৃষ্টি মানে নতুন করে,ভালবাসার ঢেউ।
বৃষ্টি মানে মনের মাঝে লুকিয়ে,থাকা আশা।
বৃষ্টি মানে বন্ধুর দেওয়া, একটু ভালোবাসা"।
এমন একটি বৃষ্টির দিন, মানুষের জন্য শীতল বাতাস ও মাটির সুগন্ধর সাথে মনোরম আবহাওয়া নিয়ে আসে। বৃষ্টি ছোট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ও সব ধরনের মানুষের কাছেই একটি স্পেশাল আবহাওয়া। বৃষ্টির দিন যেমন প্রেমিক প্রেমিকার কাছে একটি রোমান্টিক ও ভালোবাসার দিন ঠিক তেমনি এটি নিঃসঙ্গ এবং দুঃখিত ব্যক্তিদের জন্য হৃদয়ে কষ্ট ও বেদনার দিন । বৃষ্টি নিয়ে আসে রোমান্টিকতা এবং স্বামী- স্ত্রী'দের জন্য তা সম্পর্ক ঝালাইয়ের দিন ও মাধ্যমও বটে। ভালোবাসা এবং দুঃখ-কষ্টের মধ্যদিয়ে যাওয়া মানুষগুলোর জন্য বৃষ্টির ঠান্ডা বাতাস সবাইকে যেমন গরম এবং আর্দ্র জলবায়ু থেকে একটু স্বস্তি দেয় ঠিক তেমনি এই বৃষ্টির দিনে অনেকেই তার ভালোবাসার মানুষকে নতুন করে আবিষ্কার করে ভালবাসার সাগরে অবগাহণ করে।
আর তখনি মন গেয়ে উঠে "এই বৃষ্টির নেশা তে, চায় মন হারাতে। সব সীমা ছাড়িয়ে, মন চায় শুধু তোমাকে"।
ছবি - shahriar1.com
একসময় মাঠের পর মাঠ ও পুরো এলাকা ঝাপসা হয়ে আসত বৃষ্টিতে। দূর থেকে আসা বৃষ্টি বয়ে নিয়ে আসত ফুলের গন্ধ। মুহূর্তে বন্ধ হয়ে যেত খেলা-জীবনের সব ব্যস্ততা। মাঠজুড়ে যারা দাপিয়ে ফুটবল খেলত জলকাদায়, তারা ছাড়া বাকি সবাই বৃষ্টি এড়াতে দৌড়াত নিরাপদ আশ্রয়ের সন্ধানে। আকাশভাঙা বৃষ্টিতে মাঠজুড়ে দৌড় কখনো পিছলে পড়ে কাদায় মাখামাখি, একজনের ওপর আরেকজন, ভয় ছিল না কোনো চোট–আঘাতের, পা থেকে মাথা পর্যন্ত মাটি মেখে বাড়ি ফেরা। জ্বর, সর্দি, কাশি, ভাইরাল ফিভার, ইনফেকশান, সব জলে ধুয়ে চলে যেত। এসবের প্রকোপের চেয়ে বৃষ্টির প্রভাব মনে পড়ত বেশি। যে মেয়েটির চোখে হিরো হতে হবে, তাকে দেখে যেন আরও বেশি করে ভেজা। রাস্তা সুনসান। একলা চালক রিকশা নিয়ে যায় গান গাইতে গাইতে বাড়ি ফিরছে আপনজনের সাথে মিলনের আগ্রহে । বাজার ফেরত লোকজন সাইকেলে কিংবা হেটে ঘরে ফেরে ভিজতে ভিজতে।এই ছিল আমাদের দেশের একসময়ের বৃষ্টিকালীন ছবি ।
যদিও সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং জীবনের জটিলতায় বৃষ্টির প্রভাব ও আবেগ দুটাই কমে গেছে তারপরও আমাদের জীবনে এখনো বৃষ্টি কিছুটা হলেও ভূমিকা পালন করে । কখনো কখনো তা থামিয়ে দেয় আমাদের প্রাত্যহিক জীবনযাত্রা, বিরাম টানে ব্যস্ততায় এবং করে তোলে আমাদের মনকে উদাসী।
ছবি - ittefaq.com
আধুনিক কালে জীবনের জটিলতায় আমাদের জীবনের কোন সম্পর্কই এখন ঠিক নেই বা ঠিকমত চলেনা। সকল সম্পর্কের মাঝেই চলে এসেছে টানাপোড়ন। বিশেষ করে আমাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়ন চলে সারা বছরই । দাম্পত্যে যদি টানাপোড়েন চলে তাহলে এই বৃষ্টির দিনগুলো কিছুটা হলেও যেন আর্শীবাদ হয়ে আসতে পারে আমাদের মাঝে। চাইলেই যে কেউ বৃষ্টির দিনে দাম্পত্য টানাপোড়নের সম্পর্ককে করে তুলতে পারি আরও বেশি ভালোবাসাময়, আরও বেশি রোমান্টিক।
জীবনের এই টানাপোড়ন দূর করতে মন খুলে কথা বলুন এই বৃষ্টির দিনে হঠাৎ পাওয়া অবসর সময়ে। উভয়ে - উভয়ের প্রতি হয়ে উঠুন কিছুটা আবেগময় সেই প্রথম দিককার দিগুলোর মত । বলুন না তাকে মন থেকে ," আবার যদি বৃষ্টি নামে, আমিই তোমার প্রথম হবো।লেপ্টে যাওয়া শাড়ির মতো ,অঙ্গে তোমার জড়িয়ে রবো "।
জীবনের ব্যস্ততার জন্য এখন স্বামী-স্ত্রী একে অপরকে হয়তো ঠিকঠাক সময় দিতে পারেন না। বৃষ্টির দিনটাতে যেহেতু খানিকটা আগেই বাড়ি ফিরেছেন তাহলে দুজন পরস্পরকে না হয় একটু বেশি সময় দিলেন। আজ পারলে দু'মগ চা বা কফি বানিয়ে স্ত্রী/স্বামীর সামনে উপস্থিত হোন, দেখবেন সে কতটা বিস্মিত হয়। তারপর গরম-গরম চায়ে চুমুক দিতে দিতে মন খুলে গল্প করুন। দেখবেন সম্পর্ক আরও রোমান্টিক হচ্ছে।
ছবি - ittefaq.com
এই অসময়ে পাওয়া সময়টাতে পাশে বসে, হাতে-হাত রেখে হোকনা অর্থহীন তবুও নতুন কিছু কথা । মন ভারী শুধু যে আকাশের হয় তা কিন্তু নয়, মানুষেরও মন ভারী হয়। সম্পর্কে চিড় ধরে। দাম্পত্যে সম্পর্কটা যদি কিছুটা টালমাটাল হচ্ছে বলে মনে করেন তাহলে কিন্তু আজ এই বৃষ্টির দিনে সেটিকে রোমান্টিক করার বড় সুযোগ আমাদের সামনে-কাছে। গাড়ি থাকলে বেড়িয়ে পড়ুন লং ড্রাইভে। পথে যেতে যেতে কথা শুরু করুন নতুন করে । চাইলে রাস্তার পাশের কোনো টং দোকানে পান করতে পারেন উভয়ে মিলে চা বা দিতে পারেন কিছুটা আডডা। আর তখন ফিরে যাবার চেষ্টা করুন পিছনে - মনে করে দেখুন, এভাবেই একদিন কতটা রোমান্টিক ছিলেন দুজনে। আজ ব্যস্তত ঠেলে দিচ্ছে নিজেদের দুর থেকে দূরে। তাই বৃষ্টির দিনে দুরের সেই সম্পর্কটাকে রোমান্টিক করে নিন। আর এমন দিনে সম্ভব হলে উভয়ে-উভয়কে ছোট-খাট চমক-উপহার দিতে পারেন বৃষ্টির এমন রোমান্টিক দিনে সম্পর্কটাকে আরো রোমান্টিক করতে।
ছবি - ittefaq.com
বৃষ্টির এমন দিনে দিনে চেষ্টা করুন একটু আগেই বাড়ি ফিরতে। এর ফলে যে সময়টা পাওয়া যাবে সে সময়টাতে চাইলেই নতুন করে সম্পর্ককে ঢেলে সাজাতে পারেন। বৃষ্টির সঙ্গে রোমান্স তো বটেই, আরও যে ব্যাপারটা জুড়ে রয়েছে, তা হলো খাওয়া-দাওয়া। রান্নার সাথে সাথে হোক উভয়ের বৃষ্টি উপভোগ সাথে রাতের রান্নাটা জমিয়ে করুন উভয়ে মিলে। পারলে আজ স্ত্রী/স্বামী কে ছুটি দিয়ে নিজেই রান্না করুন মুখরোচক বা আপনার সংগীর মনপছন্দ কোনো আইটেম-রেসিপি। খাওয়ার সময় দারুণ একটা মিউজিক চালিয়ে দিন, মৃদু করে দিন আলো। সঙ্গীর সঙ্গে মুহূর্তগুলো করে তুলুন রোমান্টিক, যেন এই প্রথমবার দুজনে দুজনের কাছে এসেছেন। কি বলেন, এমন বৃষ্টির দিনে হয়ে যাক না একটা ক্যান্ডেল

ছবি - shahriar1.com
তো গত দু দিন যাবত হচছে বৃষ্টি । তা হয়তো চলতে পারে আরও কিছুটা সময় । আসুন সবাই অসময়ের এই বৃষ্টিকে কাজে লাগিয়ে নিজেদের ঘুণে ধরা সম্পর্কটাকে তাজা-ঝরঝরে করে তুলি সেই প্রথম দিনের মত ও অবগাহন করি ভালবাসার সমুদ্রে আপনজনের সাথে রিমঝিম এই বৃষ্টিতে।
====================================================================
জবাবদিহীতা - দেশে (ঢাকায়) বৃষ্টি আসলে হচছে কিনা তা জানিনা, তবে অর্ধাংগিণী বলেছে দু দিন ধরে বৃষ্টি হচছে । আর বৃষ্টির কথা শুনে প্রচন্ডভাবে তাকে মিস

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩৫