ভাষার মাসের শেষ দিনটি আমি রেখেছি আমার প্রিয় ব্লগ ‘সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ’-এর জন্য। এই দিনটি এমনই একটি বিশেষ দিন যার দেখা ৪ বছর পরপর হয়। তাই আজকে এই পোস্টটি দেব বলে ঠিক করেছি। মূলত এই পোস্টটি হচ্ছে বানান শুদ্ধি ও সচেতনতামূলক পোস্ট। এখানে রয়েছে আমার প্রিয় ব্লগের বিভিন্ন স্থানে থাকা কিছু ভুল বানান। যার শুদ্ধরূপও এখানে দেওয়া রয়েছে। আশা করছি ব্লগ কর্তৃপক্ষ দ্রুত বানান শুদ্ধির বিষয়টি বিবেচনা করবেন। নিম্নে বিবরণসহ ভুল ও শুদ্ধ বানান দেওয়া হলো:
হোমপেজ
******************************************
******************************************
ভুল-শুদ্ধ
বিষয় ভিত্তিক ব্লগ-বিষয়ভিত্তিক ব্লগ
আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।
ভুল-শুদ্ধ
কোন-কোনো
সামহোয়্যা্র ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্যভ, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
ভুল-শুদ্ধ
প্ল্যাতটফমর্-প্ল্যাটফর্ম
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন
ভুল-শুদ্ধ
শর্তাবলী-শর্তাবলি
হোমপেজ > সহযোগিতা > সাধারণ প্রশ্ন উত্তর
******************************************
******************************************
ব্লগ সংক্রান্ত সাহায্য ও সাধারণ প্রশ্নোত্তর
ভুল-শুদ্ধ
প্রবাঁধ-বাঁধ
কোন-কোনো
আনুষাঙ্গিক-আনুষঙ্গিক
লিঙ্কঃ-লিংক:
শর্তাবলী-শর্তাবলি
ব্লগ কি (কী)? ব্লগের দ্বারা আমি কি (কী) করতে পারি?
ভুল-শুদ্ধ
একধরনের- এক ধরনের
ডায়েরী-ডায়েরি
কোন-কোনো
কারিগরী-কারিগরি
ডায়রী-ডায়েরি
মত-মতো (মত=মতামত/সিদ্ধান্ত, মতো=সদৃশ্য/একই রকম)
বাঁধ ভাঙার আওয়াজ (সামহোয়্যার ইন... ব্লগ) কি? (কী?)
বাংলা ব্লগ ব্যবহার করতে কি কি (কী কী) টুলস প্রয়োজন?
ভুল-শুদ্ধ
স্ক্রীন-স্ক্রিন
উচিৎ-উচিত
________________________________________
সামহোয়্যার ইন'এ (-এ) নতুন?
ভুল-শুদ্ধ
"বাঁধ ভাঙার আওয়াজ" এর-‘বাঁধ ভাঙার আওয়াজ’-এর
ইংরেজী-ইংরেজি
ভাল-ভালো
শর্তাবলী-শর্তাবলি
জাঙ্ক-জাংক
মেইল এর-মেইলের
চিত্রে রেজিস্ট্রেশন, ইংরেজি, আক্রমণাত্মক, উসকানিমূলক, যেকোনো, পোস্টসহ বেশ কয়েকটি বানান ভুল
কি, কি (কী কী) মনে রাখা উচিৎ (উচিত) যখন ব্লগ নিক তৈরি করা হচ্ছে?
ভুল-শুদ্ধ
উচিৎ-উচিত
কোন-কোনো
গ্রহন-গ্রহণ
স্পেইস-স্পেস
ব্লগে রেজিস্ট্রেশনের পরে কি ভাবে (কীভাবে) আমি আমার ব্লগ অ্যাকটিভেট করব?
ভুল-শুদ্ধ
কোন-কোনো
রেজিস্টার করেছি কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে কি (কীভাবে কী) করব। সাহায্য করবেন?
অন্যের ব্লগ ঘুরে দেখা যায় কি (কী) করে
আমি অন্যের লেখা কিভাবে (কীভাবে) পড়তে পারব?
ভুল-শুদ্ধ
কোন-কোনো
যে কোন-যেকোনো
"আমার লিংকস" এ-‘আমার লিংকস’-এ
দেয়া-দেওয়া
ব্লগে কি সার্চ করতে পারব?
ভুল-শুদ্ধ
আকাঙ্খিত-আকাঙ্ক্ষিত
যে কোন-যেকোনো
ব্লগে রেটিং কি? (কী?)
ভুল-শুদ্ধ
কোন-কোনো
রেটিং এর-রেটিংয়ের
কিভাবে (কীভাবে) অন্যের ব্লগে মন্তব্য করব?
ভুল-শুদ্ধ
যে কোন-যেকোনো
কি বোর্ড-কি-বোর্ড
কি ভাবে (কীভাবে) একটি লেখাকে প্রিয়তে রাখব?
ভুল-শুদ্ধ
যে কোন-যেকোনো
কোন (কোনো) ব্লগ পোস্ট কি বন্ধুদের সাথে শেয়ার করা সম্ভব?
ভুল-শুদ্ধ
কোন-কোনো
যেকোন-যেকোনো
লিঙ্ক-লিংক
আমি কি (কী) লিখব? আগে যে কখনও এভাবে লিখিনি।
কিভাবে (কীভাবে) আমি ব্লগে লিখব?
ভুল-শুদ্ধ
লগ ইন-লগইন
হিসাবে-হিসেবে (চলিত রূপে)
আমি কি ছবি যোগ করতে পারব?
ভুল-শুদ্ধ
কোন-কোনো
লিঙ্ক-লিংক
নির্এই-নিশ্চয়ই (না অন্য কোনো শব্দ)
ব্লগে ছবি দেওয়ার ব্যাপারে কি কোন (কোনো) নিয়ম মেনে চলতে হবে?
আমি কি লিংক যোগ করতে পারব? কিভাবে? (কীভাবে)
আমি কি আমার লেখা formatting করতে পারব?
ভুল-শুদ্ধ
tool bar টি- tool bar-টি
আমার লেখা কি প্রথম পাতায় আসবে?
ভুল-শুদ্ধ
কোন-কোনো
দেয়া-দেওয়া
নাহলে- না হলে
বিজয়ে লেখা কনটেন্ট কিভাবে (কীভাবে) ব্লগে পেস্ট করে পাবলিস (পাবলিশ) করব?
ভুল-শুদ্ধ
পাবলিস-পাবলিশ
"নতুন ব্লগ লিখুন" পাতায় "ট্যাগ / কি-ওয়ার্ডস" বলতে কি (কী) বোঝানো হয়েছে?
ভুল-শুদ্ধ
হিসাবে-হিসেবে (চলিত রূপ)
কোন-কোনো
ভবিষ্যৎ এ-ভবিষ্যতে
ক্লাউড এর-ক্লাউডের
আমার লেখা প্রকাশ হয়নি। এরর দেখাচ্ছে। কি (কী) করব?
ভুল-শুদ্ধ
লগ ইন-লগইন
বেশী-বেশি
কোন-কোনো
কাঙ্খিত-কাঙ্ক্ষিত
প্রোফাইল কি? (কী?) কিভাবে (কীভাবে) প্রোফাইল সেট/পরিবর্তন করব?
ভুল-শুদ্ধ
কোন-কোনো
প্রতিনিধিত্ব মূলক-প্রতিনিধিত্বমূলক
কোন ধরণের-কোনো ধরনের
দেয়াই ভাল-দেওয়াই ভালো
একই ভাবে-একইভাবে
আমি আমার প্রোফাইল এর (প্রোফাইলের) ছবি কিভাবে (কীভাবে)পরিবর্তন করব ?
ব্লগের নাম, বিষয়বস্তু বা নিক পরিবর্তন করা যাবে?
ভুল-শুদ্ধ
যেকোন-যেকোনো
ই মেইল-ই-মেইল
দেয়া-দেওয়া
আমি কিভাবে (কীভাবে) পাসওয়ার্ড পরিবর্তন করতে পারব?
ভুল-শুদ্ধ
যেকোন-যেকোনো
কাঙ্খিত-কাঙ্ক্ষিত
আমি কিভাবে (কীভাবে) কাউকে আমার ব্লগে মন্তব্য করার থেকে বিরত রাখতে পারি?
ভুল-শুদ্ধ
প্যনেল-প্যানেল
করন-করুন
প্রআমি (আমি) কি আরও সাহায্য পেতে পারি?
ভুল-শুদ্ধ
কোন-কোনো
প্রব্লগ-ব্লগ
সেটাপ-সেটআপ
******************************************
******************************************
হোমপেজ > সহযোগিতা > বাংলা লেখা শিখুন
******************************************
******************************************
বাংলা লেখা খুবই সহজ (ফোনেটিক কিবোর্ড)
ভুল-শুদ্ধ
পেইজ-পেজ (পেইজ ইংরেজির খাঁটি উচ্চারণ কিন্তু লিখতে হচ্ছে পেজ)
অনুসরন-অনুসরণ
'কার' গুলি-'কার'গুলো (চলিত রূপ)
ব্যাঞ্জনবর্ণের-ব্যঞ্জনবর্ণের
ব্যাবহার-ব্যবহার
ম্যাপঃ-ম্যাপ:
বাঞ্জনবর্ণ-ব্যঞ্জনবর্ণ
কিভাবে-কীভাবে
চিত্রে আ-কার থেকে ঔ-কার এবং ফলাতে হাইফেন ( -) ব্যবহার হয়নি।
******************************************
******************************************
হোমপেজ > সহযোগিতা >আপনার সমস্যা জানান
******************************************
******************************************
আপনার সমস্যা জানানোর আগে আমাদের সাধারণ প্রশ্ন উত্তর খুঁজে দেখুন । হয়তোবা আপনার প্রশ্নের উত্তর ইতিমধ্যেই (ইতোমধ্যেই) দেয়া (দেওয়া) হয়েছে
আপনার সমস্যা / মতামত জানান:
******************************
ভুল-শুদ্ধ
কি বোর্ড-কি-বোর্ড
কোন-কোনো
গ্রহন-গ্রহণ
যে কোন-যেকোনো
সাধারন-সাধারণ
******************************************
******************************************
হোমপেজ > ব্যবহারের শর্তাবলী (শর্তাবলি)/সহযোগিতা >ব্লগ ব্যাবহারের শর্তাবলী (ব্যবহারের শর্তাবলি)
******************************************
******************************************
ব্লগ ব্যবহারের শর্তাবলী (শর্তাবলি)
******************************
ভুল বানান
ভুল-শুদ্ধ
নীম্নলিখিত-নিম্নলিখিত
শর্তাবলী-শর্তাবলি
১. সাধারণ নিয়ম এবং প্রত্যাশা
******************************
১ক. বাক স্বাধীনতা প্রসঙ্গ:
ভুল-শুদ্ধ
হয়েছিলো-হয়েছিল
হিসাবে-হিসেবে (চলিত রূপে)
চরম-পন্থী-চরমপন্থী (হাইফেনের প্রয়োজন নেই)
১খ. নিয়মভঙ্গ প্রসঙ্গে:
ভুল-শুদ্ধ
কোন-কোনো (Any)
দেয়া-দেওয়া
একই ভাবে-একইভাবে
কারন-কারণ
১গ. নতুন ব্লগারের জন্য প্রথম পাতার নীতিমালা:
ভুল-শুদ্ধ
নেয়া-নেওয়া
করবো-করব
রেজিস্ট্রেশন এর-রেজিস্ট্রেশনের
নেয়া-নেওয়া
১ঘ. প্রথম পাতার উপর নিয়ন্ত্রন (নিয়ন্ত্রণ):
ভুল-শুদ্ধ
নিয়ন্ত্রন-নিয়ন্ত্রণ
গোণা-গোনা
সাইট এর-সাইটের
লক্ষ্য করেছি-লক্ষ করেছি
কোন-কোনো (Any)
শ্রেণী-শ্রেণি
বৈচিত্র-বৈচিত্র্য
১ঙ. যে সব (যেসব) লেখায় রেফারেন্স হিসাবে (হিসেবে) কিছু আপত্তিকর বিষয় বা শব্দ আসবে:
ভুল-শুদ্ধ
যে সব-যেসব
হিসাবে-হিসেবে (চলিত রূপে)
শ্রেণীর-শ্রেণির
জরুরী-জরুরি
করবো-করব
দেয়া-দেওয়া
এধরণের- এ ধরনের
যে কোন-যেকোনো
২. যেসব বিষয়বস্তু এবং আচরণ প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া (দেওয়া) হতে পারে :
******************************
২ক.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
২খ.
ভুল-শুদ্ধ
যেকোন-যেকোনো
ধরণের-ধরনের
উস্কানীমূলক-উসকানিমূলক
দেয়া-দেওয়া
২গ.
ভুল-শুদ্ধ
বৈচিত্র-বৈচিত্র্য
২ঘ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
আক্রমনাত্মক-আক্রমণাত্মক
২ঙ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
২চ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
শ্রেণীর-শ্রেণির
২ছ.
ভুল-শুদ্ধ
দেয়া-দেওয়া
সম্বলিত-সংবলিত
২জ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
দেয়া-দেওয়া
২ঝ.
ভুল-শুদ্ধ
দেয়া-দেওয়া
২ঞ.
ভুল-শুদ্ধ
দেয়া-দেওয়া
২ট.
ভুল-শুদ্ধ
গন্য-গণ্য
৩. যে সকল কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:
******************************
৩ক.
ভুল-শুদ্ধ
যে কোন ধরণের-যেকোনো ধরনের
কোন-কোনো
সঙ্গতিপূর্ণ-সংগতিপূর্ণ
৩খ.
ভুল-শুদ্ধ
পর্ণগ্রাফি-পর্নোগ্রাফি
সম্বলিত-সংবলিত
৩গ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
ক্ষুন্নকারী-ক্ষুণ্ণকারী
৩ঘ.
ভুল-শুদ্ধ
যেকোন ধরণের-যেকোনো ধরনের
তৈরীর-তৈরির
৩ঙ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
সম্বলিত-সংবলিত
৩চ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
৩ছ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
হুমকি স্বরূপ-হুমকিস্বরূপ
৩জ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
হুমকীস্বরূপ-হুমকিস্বরূপ
৩ঝ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
সম্বলিত-সংবলিত
দেয়া-দেওয়া
৩ঞ.
ভুল-শুদ্ধ
যে কোন-যেকোনো
৪. যেসকল কারণে আমরা কোন (কোনো) ব্লগারকে কিংবা কোন (কোনো) ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি :
******************************
৪গ.
ভুল-শুদ্ধ
‘এর--এর
৪ঘ.
ভুল-শুদ্ধ
আক্রমণাত্মক-আক্রমণাত্মক
তৈরী-তৈরি
৪ঙ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
দাবী-দাবি
রেজিষ্ট্রেশন-রেজিস্ট্রেশন
সুস্পষ্ট ভাবে-সুস্পষ্টভাবে
৪চ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
সম্বলিত-সংবলিত
৪ছ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
৪জ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
৫. মন্তব্য মডারেশন বিষয়ে:
******************************
৫ক.
ভুল-শুদ্ধ
করবো-করব
কোন-কোনো
নিয়ন্ত্রন-নিয়ন্ত্রণ
নিবেনা-নিবে না
“কোন সমস্যা”-‘কোনো সমস্যা’
৫খ.
ভুল-শুদ্ধ
কোন-কোনো
সম্বলিত-সংবলিত
৫গ.
ভুল-শুদ্ধ
“কোন সমস্যা”-‘কোনো সমস্যা’
শেষ কথা:
******************************
ভুল-শুদ্ধ
উপরে উল্লেখিত-উল্লিখিত
বাঁধা-বাধা (বাঁধা= বান্ধা/বন্ধন/বাঁধন, বাধা=প্রতিহত করা/রোধ করা)
গন্ডী-গণ্ডি (গণ্ডি=সীমা,গণ্ডী=ধনুক)
যে সব-যেসব
কেবলি-কেবলই
ধরণের-ধরনের
দেয়া-দেওয়া
ধৈর্য্য-ধৈর্য
শুভ ব্লগীং-শুভ ব্লগিং (কিন্তু ব্লগীয়)
******************************************
******************************************
হোমপেজ > সহযোগিতা >ব্লগ ব্যবহারের সহায়িকা
******************************************
******************************************
ব্লগ ব্যাবহারের (ব্যবহারের) নিয়মাবলী (নিয়মাবলি)
******************************
ভুল-শুদ্ধ
প্রবাঁধ-বাঁধ
কোন-কোনো
রেজিস্ট্রেশন/ নিবন্ধন প্রক্রিয়া:
******************************
ভুল-শুদ্ধ
অনুসরন-অনুসরণ
কি বোর্ড-কি-বোর্ড
লগে-!!!!!!
এক্টিভ-অ্যাকটিভ
একাউন্টের-অ্যাকাউন্টের
সঠিক ভাবে-সঠিকভাবে (প্রচলিত)/ঠিকভাবে
এর পর-এরপর
শর্তাবলী-শর্তাবলি
হয়ত-হয়তো
ক। ব্লগ কি? (কী?) ব্লগের দ্বারা আমি কি (কী) করতে পারি?
ভুল-শুদ্ধ
একধরনের- এক ধরনের
ডায়েরী-ডায়েরি
কোন-কোনো
কারিগরী-কারিগরি
ডায়রী-ডায়েরি
মত-মতো (মত=মতামত/সিদ্ধান্ত, মতো=সদৃশ্য/একই রকম)
খ। বাঁধ ভাঙার আওয়াজ (সামহোয়্যার ইন... ব্লগ) কি? (কী?)
কিভাবে (কীভাবে) নতুন ব্লগ লিখবেন?
ভুল-শুদ্ধ
যেন কোন-যেকোনো !!!
কোন-কোনো
যে কোন-যেকোনো
মত-মতো
আপনিপোস্টের-আপনি পোস্টের
মুল-মূল
গুরুত্বপূর্ন-গুরুত্বপূর্ণ
মেন্যূ-মেনু
স্বয়ংক্রিয় ভাবে-স্বয়ংক্রিয়ভাবে
সংরক্ষন-সংরক্ষণ
"ট্যাগ/কি-ওয়ার্ডস" বলতে কি (কী) বোঝানো হয়েছে?
ভুল-শুদ্ধ
হিসাবে-হিসেবে (চলিত রূপ)
কোন-কোনো
ভবিষ্যৎ এ-ভবিষ্যতে
ক্লাউড এর-ক্লাউডের
মন্তব্য মডারেশন, প্রোফাইল এডিট, অনুসারিত ব্লগার এবং পাসওয়ার্ড পরিবর্তন:
ভুল-শুদ্ধ
এ্যারোতে-অ্যারোতে
মেন্যূ-মেনু
নিষিদ্ধ তালিকা:
ভুল-শুদ্ধ
কোন-কোনো
সন্দেহ তালিকা:
ভুল-শুদ্ধ
কোন-কোনো
প্রোফাইল এডিট:
কোন-কোনো
ভুল-শুদ্ধ
এ্যারোতে-অ্যারোতে
ধারনা-ধারণা
করা সহ-করাসহ
গ্রহন-গ্রহণ
অনুসারিত ব্লগার:
ভুল-শুদ্ধ
কোন-কোনো
প্রএই-এই
শিরোনাম ব্যতীত বিভিন্ন স্থানে কি-বোর্ড, ই-মেইল, টুলবার, হিসেব/হিসেবে (চলিত রূপ), লগইন, কীভাবে, করব, পেজ, কি/কী বানানগুলোর অশুদ্ধরূপ ব্যবহার রয়েছে—সেগুলো দেখবেন। শিরোনামের ভুলগুলো শুদ্ধরূপ বন্ধনীতে দেওয়া হয়েছে। একটি ঊর্ধ্ব কমা (‘A’) চিহ্নিতকরণের ক্ষেত্রে ব্যবহার হয়। দুটি ঊর্ধ্ব কমা (“A”) উক্তিবাচক শব্দে ব্যবহার হয়। তারিখের -লা, -রা, -ঠা, -ই,- শে একসাথে ব্যবহার হবে। যেমন— ২১শে ফেব্রুয়ারি ইত্যাদি।
এখানেও হয়তো কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। সেগুলো ভালোভাবে দেখবেন। এ ক্ষেত্রে ভাষাবিদদের দৃষ্টি আকর্ষণ করছি।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫