▓ বাংলা ভাষার ১১টি স্বরবর্ণ হচ্ছে— অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ।
▓ বাংলা ভাষার ৭টি মৌলিক স্বরধ্বনি হচ্ছে— অ আ ই উ এ ও অ্যা।
▓ বাংলা ভাষার ৩৯টি ব্যঞ্জনবর্ণ হচ্ছে— ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ ।
▓ পূর্ণ মাত্রার ৩২টি বর্ণ হচ্ছে— অ আ ই ঈ উ ঊ ক ঘ চ ছ জ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ ম য র ল ষ স হ ড় ঢ় য়।
▓ অর্ধ মাত্রার ৮টি বর্ণ হচ্ছে— ঝ খ গ শ ণ থ ধ প।
▓ মাত্রাহীন ১০টি বর্ণ হচ্ছে— এ ঐ ও ঔ ঙ ঞ ৎ ং ঃ ঁ।
বিস্তারিত জানতে : Click This Link
এতে আছে
১. সহজ উপায়ে বাংলা বানানের নিয়ম;
২. -এর, -এ ব্যবহার;
৩. বিসর্গ (ঃ ) ব্যবহার;
৪. ম-ফলা, ব-ফলা ও য-ফলার উচ্চারণ;
৫. যতিচিহ্ন (ডট/ফুলস্টপ, কোলন, হাইফেন/যুক্তচিহ্ন, ড্যাশ, কোটেশন মার্ক/ইনভার্টেড কমা/উদ্ধৃতিচিহ্ন, অ্যাপস্ট্রফি/লোপচিহ্ন, অবলিক/স্ল্যাশ/অথবা/বিকল্পচিহ্ন, যতিচিহ্নের কিছু অশুদ্ধ ও শুদ্ধ ব্যবহার);
৬. প্রয়োজনীয় কিছু শুদ্ধ বানান;
৭. ভুল বানান ব্যবহার যেভাবে বৃদ্ধি পাচ্ছে;
৮. বাংলা বর্ণ তথ্য;
৯. বাংলায় প্রচলিত বিদেশি শব্দের বানান;
১০. সমোচ্চারিত শব্দের ব্যবহার;
১১. প্রতিবর্ণীকরণ (নামের বানান ও ব্যবহার);
১২. তারিখ ব্যবহারের কিছু নিয়ম;
১৩. বিদেশি শব্দের কিছু ভুল ব্যবহার;
১৪. বিভ্রান্তিকর কিছু ইংরেজি শব্দের বাংলা ব্যবহার।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯