দীর্ঘদিন ধরে আমি রাগে-ক্ষোভে ব্লগে পোস্ট করাই বাদ দিয়েছি। এর আগেও আমি বেশ কয়েকবার বাংলা বানান সম্পর্কিত পোস্ট করেছি। এতে বিভিন্ন ধরনের নোটিফিকেশনসহ পোস্ট উধাওয়ের ঘটনাও ঘটেছে। কেন ঘটেছে তাও জানি না! যেখানে আমার পোস্টখানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। সেখানে জানি না কেন আমাকে বাধা দেওয়া হচ্ছে?! আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজ উপায়ে এরকম বাংলা বানানের পোস্ট বাংলা বানান জগতে আর নেই। ব্লগ কর্তৃপক্ষের উচিত পোস্টখানা স্টিকি করে রাখা। তাহলে অনেকে বাংলা বানান সম্পর্কে সহজে জানতে পেত।
আমি চেয়েছি যাতে সকলে পোস্টখানা পড়ার সুযোগ লাভ করে এবং সহজ নিয়মের মধ্যমে বাংলা বানানকে আয়ত্ত করতে পারে।
: : নোটিফিকেশন : :
বিভিন্ন সময় এইরূপ নোটিফিকেশন পেয়েছি—
▓ আপনার এই পোস্টের কারণে আপনাকে ব্লক করা হতে পারে (সংশোধনী: ব্লকের স্থলে ব্যান)
আবার পোস্ট করার পর হঠাৎ দেখি আমার পোস্টখানা উধাও!
▓ দুঃখিত! পোস্টটি মুছে ফেলা হয়েছে, লেখকের সাথে যোগাযোগ করুন
আমি বুঝতে পারছি না আমার পোস্টখানায় সমস্যা কী?!
দয়াকরে কারও জানা থাকলে বিস্তারিত জানাবেন।
এই সেই বাংলা বানানের সবচেয়ে বড় পোস্ট : : সহজ বাংলা বানান নিয়ম
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫