ঢাকা, জানুয়ারি ২৩ -বিশ্বব্যাংকের সাম্প্রতিক ভবিষ্যৎবাণী উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর আতিউর রহমান শনিবার বলেছেন, বাংলাদেশ তার নিজের নীতি নিজেই ঠিক করবে।
ব্যাংকিং ও আনুষ্ঠানিক আর্থিক সেবা সম্প্রসারণ বিষয়ক এক আলোচনায় গভর্নর একথা বলেন।
তিনি বলেন, "ভুল করি, শুদ্ধ করি, আমার দেশের সমস্যা নিয়ে আমরা নিজেদের মতো করে ভাববো এবং এভাবেই আমরা এগিয়ে যাবো। এরকম একটি আত্মবিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে।"
বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের 'গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট ২০১০'- এ বলা হয় চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়াবে ৫.৯ শতাংশে যা পরবর্তী দুই বছরে ক্রমশ হ্রাস পাবে।
বিশ্বব্যাংকের এই সম্ভাব্য হিসাব অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অবশ্য প্রত্যাখ্যান করেছেন।
বিশ্ব ব্যাংকের নাম উল্লেখ না করে আতিউর বলেন, অতীতে একটি ব্যাংকের প্রধান নির্বাহীর বেতন আট থেকে ১০ লাখ টাকা এবং ঠিক তার পরের পদের জন্য মাত্র ৩০ হাজার টাকা করার পরামর্শ দেয় একটি সংস্থা।
আতিউর প্রশ্ন করেন, "এটা কোন নিয়মে পড়ে? আর্থিক কোন ন্যায় বিচারের মধ্যে পড়ে?"
এ ধরনের আরেকটি পরামর্শে বাংলাদেশ ব্যাংকের নীতি থেকে কৃষি ঋণের বিষয়টি পুরোপুরি উঠে গিয়েছিল বলেও জানান তিনি।
সূত্র: Click This Link