সোমবার রাতের পর গত মঙ্গলবার রাতেও দেশে মাঝারি মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চালে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পে রাজধানী ঢাকা, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, লালমনিরহাট, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা কেপে ওঠে। রাত ৪টা ৪৩ মিনিটে ৪৫ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। তবে অনেক স্থানে আতংক ছড়িয়ে পড়ে। মানুষজন আতংকিত হয়ে ঘরের বাইরে বের হয়ে আসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪১৬ কিলোমিটার পুর্বে মিয়ানমার ও ভারত সীমান্তবর্তি এলাকায়।
সিলেট অফিসঃ সিলেটে গত মঙ্গলবার শেষ রাতের দিকে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে অনেকে ঘুম থেকে জেগে উঠেন। দালান কোঠা কেপে উঠে। সিলেট ভূমিকম্প পর্যবেক্ষন অফিস সূত্র জানায়, রাত ৪টা ৪৩ মিনিটে ভূমিকম্প শুরু হয়। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
শেরপুর সংবাদদাতাঃ মঙ্গলবার রাতে পৌনে ৫টার দিকে শেরপুরে ভুকম্পন অনুভুত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূকম্পনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
মোটকথা হচ্ছে এই যে, আগত এই ভূমিকম্পে আল্লাহর রহমতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্রঃ ইত্তেফাক