

২.১৯৯৫ সালের ১৪ সেপ্টেম্বরের আগ পর্যন্ত ডোমেইন রেজিস্ট্রেশন ছিল পুরোপুরি ফ্রি।এরপর থেকেই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন টাকার বিনিময়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নেয়।


৩.পৃথিবীর বুকে এ পর্যন্ত সবচেয়ে বড় যে বরফের টুকরোটি পড়েছিল সেটি ছিল ৬ মিটার লম্বা।১৮৪৯ সালে স্কটল্যান্ডে এটি ঘটেছিল।


৪.জানেন কি,সূর্যালোকের চাইতে ১০ লক্ষ গুন তীব্র লেজার রশ্নি তৈরি করাও এখন মানুষের পক্ষে সম্ভব?


৫.সাগর মহাসাহরের তলদেশে যত সোনা পড়ে আছে তা যদি উত্তোলন করে পৃথিবীর সব মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হয় তাহলে প্রতিটি মানুষের ভাগে পড়বে ২০ কেজি করে সোনা।


৬.ঘন্টায় ২৭ হাজার কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলেতে একটি মহাশূন্যযানের সময় লাগে মাএ ৮ মিনিট।


৭.আপনি কি জানেন,একটি টর্নেডোর প্রস্হ মাএ কয়েক গজ থেকে শুরু করে কয়েক মাইল পর্যন্ত হতে পারে।


৮.জাপান বিশ্বের অন্য যে কোনো দেশের চাইতে মাথাপিছু বেশি এনার্জি ব্যবহার করে।


৯.আপনি কি জানেন,সেন্ট্রালএয়ার কন্ডিশনার সিলিং ফ্যানে চাইতে শতকরা ৯৮ ভাগ বেশি বিদূ্যৎ খরচ করে?


১০.আপনি কি জানেন, আমাদের এই মহাশূন্য প্রায় পাচঁ হাজার কোটি ছায়াপথ আছে?এরকম প্রতিটি ছায়াপথে ১০ হাজার কোটি থেকে ১ লক্ষ কোটি তারা আছে।


১১.আপনি কি জানেন, দশ মিনিটের একটি ঘূর্ণিঝড়ে যে পরিমান শক্তি থাকে তা গোটা বিশ্বের সমস্ত পারমানবিক অস্ত্রের মোটা শক্তির সমান।


১২.ইগনিশন কি সংযুক্ত সর্বপ্রথম মোটর গাড়িটি তৈরি করা হয় ১৯৪৯ সালে।আর গাড়ির টায়ারে প্রথম বাতাস ভরার আইডিয়া জে.বি.ডানলপের।


১৩.টেলিফোনের জনক আলেকজান্ডার গ্রাহাম বেল ৭২ বছর বয়সে পানিতে ঘন্টায় সত্তর মাইল বেগে চলার একটি বিশ্বরেকর্ডও স্হাপন করেন।
১৪.আপনি যদি ঘন্টায় ৫৫ মাইল বেগে সূর্যের উদ্দেশে রওনা দেন তাহলে সূর্যে পেীছাতে প্রায় ১৯৩ বছর লাগবে।


১৫.আপনি কি জানেন,পৃথিবীর একমাএ প্রাকৃতিক উপগ্রহ চাদঁ গোবি মরুভূমির চাইতে প্রায় ১০ লক্ষ গুন বেশি শুষ্ক?



