ভ্রষ্টাচার
সুব্রত সামন্ত (বুবাই)
খুব ছেলেবেলায় আমি ভূগোলের একটি পাতাই
শুধু খুলে বসে থাকতাম।
সেখানে একটি মানচিত্র ছিল।
কত রকমের রঙ ছিল।
নদী ছিল, পাহাড় ছিল, বন ছিল।
দেশটা ভারতবর্ষ।
আর বস্তুত এসবের জন্যই, বড় হয়ে
আরো ভালো করে জানবার আগ্রহ ছিল।
কিন্তু বড় হয়ে জানতে পারলাম ;
ছেলেবেলার পড়া সবটাই ভুল ছিল।
এখানে আলাদা কোনো ভাষা নেই, জাতি নেই, ধর্ম নেই।
এদের সবার জাতি-ধর্ম-ভাষা শুধু একটাই।
আর সেটা হল ভ্রষ্টাচার।
প্রতি পাঁচ বছর অন্তর অন্তর
আমি এবং আমরা
কখনো পরিবর্তন করে, কখনোবা আবার পরিবর্তন না করেই
নবান্ননামক একটা ভেড়াজাতগৃহে
কিছু সাদা পোষাকপড়া ভেড়াকে বসিয়ে দিই।
এটাই আমাদের কাজ।
আর তার পরেরটা আপনারা তো জানেনই
আগামি পাঁচবছর
এই ভেঁড়া এবং এদের দলপতি কি কি করে ?
ধর্ষণ ? লুঠ ? সিণ্ডিকেট ?
কিনা করে !
আপনারা তখনো বলেন
সৃষ্টাচার।
Subrata Samanta (Bubai)
Manama, Bahrain
05.05.2016
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৪