ফ্রম দ্য নর্থ অ্যালেক্স রাদারফোর্ড
অনুবাদঃ সাদেকুল আহসান কল্লোল
ভারতবর্ষে পরাক্রমশালী মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় ষোড়শ শতকে, বাবরের ভারত জয়ের মধ্য দিয়ে। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এ সাম্রাজ্যের বিকাশ নিয়ে ব্রিটিশ লেখক অ্যালেক্স রাদারফোর্ড (এটা আসলে একটা ছদ্মনাম। মাইকেল এবং ডায়ানা প্রেস্ট এ দুজন মিলে এ ছদ্মনাম ব্যবহার করেন। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রীও বটে) লিখেছেন পাঁচ খণ্ডের উপন্যাস 'অ্যাম্পায়ার অব দ্য মোঘল : রাইডারস ফ্রম দ্য নর্থ'। ১৪৯৪ সালে বাবরের বয়স যখন ১২, তাঁর বাবা মধ্য-এশিয়ার (বর্তমান উজবেকিস্তান ও কাজাখস্তানের মধ্যে) ফারগানার সুলতান এক দুর্ঘটনায় মারা যান। তার পর থেকেই তৈমুরের বংশধর হিসেবে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার বাসনায় বাবরের পথচলা শুরু। প্রাসাদ ষড়যন্ত্র, বংশগত শত্রু উজবেক নেতা সাইবানি খানের আক্রমণ, পারস্যের শাহ ইসমাইলের কূটকৌশল_সব পেরিয়ে বাবরের নিয়তি তাঁকে নিয়ে আসে হিন্দুস্তানে। পানিপথের যুদ্ধে ইবরাহিম লোদিকে হারিয়ে বাবর প্রথম মোগল নৃপতি হিসেবে রাজদণ্ড হাতে নেন। তাঁর মৃত্যুর পর 'ক্ষমতার প্রতীক' তৈমুরের আংটি উঠে আসে বড় ছেলে হুমায়ুনের আঙুলে। এ পর্যন্ত এসেই প্রথম খণ্ডের সীমারেখা শেষ। বইটির ভাষান্তর করেছেন সাদেকুল আহসান কল্লোল।
বইটি ডাউনলোড করুন এই লিঙ্ক হতে
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:২৮