
আমেরিকার জনপ্রিয় সাময়িকী 'নিউজউইক'-এর সর্বশেষ সংস্করণের প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হিন্দু দেবতা শিবের নৃত্যরত বিশেষ ভঙ্গিমায় দেখানো হয়েছে। এ নিয়ে ভারতীয় বংশোদ্ভূত হিন্দু মার্কিনিরা চরম অসন্তোষ প্রকাশ করেছেন। ওই সংস্করণটি গত সোমবার বাজারে এসেছে।
নিউজউইকের প্রচ্ছদে ছয় হাতে নীতিসংক্রান্ত বিভিন্ন বস্তু নিয়ে ভারসাম্যরত অবস্থায় দেখানো হয়েছে ওবামাকে। দেবতা শিবের নৃত্যরত ভঙ্গিমার অনুকরণে ওবামাকে বাঁ পায়ের ওপর ভর দিয়ে ডান পা উঠিয়ে রাখা অবস্থায় উপস্থাপন করা হয়েছে। ছবির নিচে শিরোনাম লেখা রয়েছে 'সব কিছুর ঈশ্বর' (গড অব অল থিংস)। উপশিরোনামে বলা হয়েছে 'আধুনিক রাষ্ট্রনায়কের চাই বহুভুজ'।
শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং তাঁকে বিশ্ব বিনাশী হিসেবে দেখা হয়। সনাতন ধর্মে বিশ্বাসীরা বাঁ পায়ের ওপর ভর দিয়ে ডান পা শূন্যে তুলে শিবের নৃত্যরত ভঙ্গিটিকে জীবনের ছন্দ ও সম্প্রীতির প্রতীক হিসেবে দেখেন।
যুক্তরাষ্ট্রের হিন্দু নেতারা অসন্তোষ প্রকাশ করে বলেন, মুনাফা অর্জন বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে হিন্দু দেবতা এবং তাঁদের প্রতীক ব্যবহারের বিষয়টি ঠিক নয়। হিন্দুরা শ্রদ্ধা প্রদর্শন এবং পূজা-অর্চনার জন্য এসব প্রতীক ব্যবহার করে।
এদিকে মালয়েশিয়ার হিন্দু ধর্মীয় একটি গোষ্ঠী নিউজউইকের সর্বশেষ সংস্করণ নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। মালয়েশিয়া হিন্দু সঙ্গম গোষ্ঠীর নেতা পি মুরুগিয়া বলেন, 'এমনভাবে হিন্দু দেবতার প্রতীক ব্যবহারের জন্য আমরা চাই নিউজউইকের প্রকাশক বিশ্বের সব হিন্দুর কাছে ক্ষমা চাক।
আপনাদের কি মনে হয় ওবামার কি উচিত ক্ষমা চাওয়া?