আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন?
>> তার আগে জানাবেন কী সেই মুক্তিযুদ্ধের চেতনা?
আপনি কি আমাদের স্বাধীনতার অর্জনগুলো নিয়ে গর্বিত?
>> স্বাধীনতা নিয়ে গর্বিত। (বাস্তবে খুব একটা না! ভাবতেই লজ্জা লাগে, আমরা ?স্বাধীন একটি জাতি?? তখন মনে পড়ে যায় হায়দার মো: এর সাড়া জাগানো গান-
স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়...
আজ নেই বর্গী, নেই ইংরেজ....)
আপনি কি আহত হন স্বাধীনতা বিরোধীদের মিথ্যা আস্ফালনে? আমাদের মুক্তিযুদ্ধকে ক্রমাগত বিতর্কিত করার তাদের হীন প্রয়াসে?
আপনি কি স্বাধীনতা বিরোধীদের বিচারের কাঠগড়ায় দেখতে চান?
>> স্বাধীনতা বিরোধী? এরা আবার কারা? একটা লিস্ট দেন; বিস্তারিত জানতে চাই?
তারপর চিন্তা করব...
আপনি কি চলমান ভার্চুয়াল মুক্তিযুদ্ধে (আন্তর্জালে তাদের অপপ্রচারের দাতভাঙা জবাব দিতে) আগ্রহী?
>> দিতে চাই মানে...আবার জিগায়...
উপরের একটির উত্তর ও যদি হ্যা হয়, জন্মযুদ্ধে আপনি স্বাগতম।
>> ধন্যবাদ।
এটি একটি ওপেন ব্লগ, কোনো মডারেশন থাকবে না। নামেই আমি এডমিন, কিন্তু ব্লগ আপনার/আপনাদের। সদস্যপদে ক্লিক করুন এবং সদস্য হোন। ছড়িয়ে দিন আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্মান্তরে ।
>> দেখা যাবে, আমিও ওয়াচে আছি, আপনাকে (এডিমন) ও ওয়াচে রাখলাম