যুদ্ধাপরাধের বিচারের আন্দোলনকে গণমানুষের আন্দোলনের পরিণত করার নেপথ্যে অনলাইন এক্টিভিস্ট ও ব্লগারদের তালিকা নিয়ে মাঠে নেমেছে জামায়াত শিবিরের বিশেষ একটি টীম। ইতিমধ্যে এদের হাতে এসে পৌছেছে ১৭ জনের একটি তালিকা।
মূলত বিদেশ থেকেই জামায়াত শিবিরের একটি অনলাইন মনিটরিং টীম বাংলা ব্লগগুলোতে সাম্প্রতিক সময়ে পোস্ট করা লেখাগুলো ও শাহবাগ আন্দোলনের তাদের কার্যক্রম, ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে এই তালিকা তৈরী করা হয় বলে একটি সূত্র জানায়। সামহোয়্যার ইন ব্লগ, আমার ব্লগ, নাগরিক ব্লগ, সচলায়তন ব্লগ এর ব্লগাররা রয়েছে এই তালিকার শীর্ষে। শীর্ষ এই তালিকায় রয়েছে অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, আসিফ মহিউদ্দিন, ডা. ইমরান এইচ সরকার, বাপ্পাদিত্য বসু। এই তালিকায় ২ জন নারী ব্লগারও রয়েছে বলে জানা যায়।
আরো একটি সূত্রে জানা যায়, ইসলাম সমালোচনাকারী ও যুদ্ধাপরাধে বিচারের পক্ষে অবস্থান নেয়া ব্লগারদের কোনভাবেই দমাতে না পেরে গুম, হত্যার পরিকল্পনা নিচ্ছে জামায়াত শিবির।
গত ১৪ জানুয়ারী উত্তরায় দুর্বৃত্তের ছরিকাঘাতে আহত হয় ব্লগার আসিফ মহিউদ্দিন। আর এর পর এক মাসের ব্যবধানেই নির্মমভাবে খুন হলো রাজীব হায়দার। ব্লগে থাবা বাবা নামেই যিনি ছিলেন এক নামে পরিচিত।
গত ১৩ ফেব্রুয়ারী পূর্ব লন্ডনে 'সেভ বাংলাদেশ’ এর সংবাদ সম্মেলনে মাওলানা নিজামীর মেয়ের জামাই ব্যারিস্টার নজরুল ইসলামের পরিচালনায় ব্যারিস্টার আবু বকর মোল্লা শাহবাগ আন্দোলনের নেতৃত্বদানকারী ব্লগার ডা. ইমরানের ব্যাপক সমালোচনা করেন।
Click This Link