
যুদ্ধাপরাধীদের বিচারকে নির্বাচনী ইস্যু করে ক্ষমতায় আসা আওয়ামী সরকার অনেকটাই দ্রুতগতি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারকার্য সম্পাদন করতে চেয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার প্রত্যাশীর অধিকাংশই মনে করেছিল গত ১৬ ডিসেম্বরের আগেই এই বিষয়ে অন্তত একটি রায় ঘোষনা হবে।
বর্তমান সরকারের ক্ষমতাসীন মন্ত্রীদের কথাবার্তায় এই ধরণের ইঙ্গিত পাওয়া গেলেও এর পুরোটাই ভেস্তে যায় বৃটিশ পত্রিকা দি ইকোনমিস্ট ও দৈনিক আমার দেশ এ প্রকাশিত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে দুই বিচারপতির স্কাইপি সংলাপ ফাঁসের ঘটনা। পুরো ঘটনা অন্য দিকে মোড় নেয় আর জামায়াতকর্মীরাও নতুন ইস্যু হাতে পেয়ে নেমে পড়ে সভা-সমাবেশ। প্রতিবাদী কন্ঠে তারা দাবী করে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম অবৈধ এবং জামায়াত নেতাদের মুক্তি। তবে, এই প্রতিবাদ অনেকটাই স্থবির করে দিয়েছে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের অন্যতম শীর্ষস্থানীয় নেতা মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর ফোনালাপ ফাঁসের ঘটনা।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে কেন্দ্র করে জামায়াতকর্মীদের কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য ও সৌদিআরবসহ সাঈদীর ভক্তকূলের কাছ থেকে ফান্ডিং সংগ্রহ করার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। যুদ্ধাপরাধের বিচার নিয়ে লবি নিয়োগ, মামলা পরিচালনাসহ সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা জন্য এসব অর্থ ব্যায়ের পরিকল্পনা ছিল। তবে, সাঈদীর সাথে তার স্ত্রীর ও কয়েকজন নারীর সাথে খুবই স্পর্শকাতর এসব ফোনালাপ ফাঁস হয়ে যাওয়ায় এই পরিকল্পনা আর বাস্তবায়ন নাও হতে পারে
পূর্বের আরো বেশ কিছু পোস্ট দেখতে ক্লিক করুন :
Click This Link
সাঈদীর ফোনালাপ নিয়ে ইউকেবিডিনিউজ এ প্রকাশিত পূর্বের সংবাদ ::

১। নারীদের সাথে সাঈদীর ফোনালাপ ফাঁস! (অডিও সংযুক্ত)
Click This Link
২। ফোনে দাদুকে সাঈদী - আই অলসো লাভ ইউ (অডিও)
Click This Link
৩। আমি জীবনেও ঐ মহিলার সামনে যাবো না - স্ত্রীকে সাঈদী (অডিও)
Click This Link