আজ কিছূ লিখতে ইচ্ছে হলো, কিন্তু আমি সেইফ হবার আগে মৈলিক কিছু লিখব না। তাই ২ টা জোকস্ পোষ্ট করলাম। অনেকেরই হয়তো কমন পরে যাবে.....
তাহলে পড়েন.....................................................
__________________________________________
১_



এক কৃপন লোক কোন এক পত্রিকায় বিগ্গাপন দেখল যে, এক মুমূর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন। তার গ্রুপের সাথে মিল থাকায়, সে পত্রিকায় দেয়া ঠিকানা মত ঐ রোগীর সাথে যোগাযোগ করল। তো ঐ কৃপন লোক সেই রোগীকে ১ ব্যাগ রক্ত দিল। রোগী ভদ্রলোক সুস্থ্য হয়ে কৃপন লোকটিকে ১ লাখ টাকা দিল।
এর কয়েক মাস পর ঐ রোগীর আবার রক্তের প্রয়োজন হওয়ায়, সে সেই কৃপন লোকটিকে খবর দিল। কৃপন লোকটি আরো ১ লাখ টাকার লোভে আবার ১ ব্যাগ রক্ত দিল। রক্ত দেয়ার পরে রোগী ভদ্রলোক তাকে ১০০ টাকার ১ টি নোট দিল। কৃপন লোকটি তাকে বললো, ভাই এর আগে রক্ত দেয়ার পর আমাকে ১ লাখ টাকা দিয়েছিলেন, আজ ১০০ টাকা কেনো ? উত্তরে লোকটি বললো, কি করবো ভাই, আমার শরীরে যে কৃপনের রক্ত ঢুকে গেছে।
২_



দুই বন্ধু নন্টে আর ফন্টে মিলে জাহাজে চড়ে এক দেশ থেকে আন্য দেশে যাচ্ছে। একসময় নন্টে বলতেছে, আচ্ছা ফন্টে ভূমি কতদূর ? ফন্টে বললো, বেশী দূর না, মাইল খানেক হবে। নন্টে বললো, তাহলে চল ফন্টে, আমরা বাকী পথটুকু সাতার কেটে যাই। তাতে নতুন একটা অভিগ্গতা হবে। ফন্টে বললো, ঠিক আছে চল। নন্টে বললো আচ্ছা ভূমিটা কোন দিকে ? ফন্টে বললো, নীচের দিকে।
____________________________________________
বিঃ দ্রঃ ভালো না লাগলে গালি দিবেন না।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৩