আজ ২ খানা জোকস্ পোষ্ট করলাম। অনেকের কমন পরে যেতে পারে। তবে দয়া করে কউ গালী দিবেন না।




















১

- ওরে বাবা তা পারবোনা।
- কেন ?
- মালিক যদি দেখে আমি অফিসে নাই, তাহলে চাকরী থেকে বরখাস্ত করবে।
- বোকামী করোনা, আরে মালিক তো আজ অফিসেই আসেনি।
শেষ পর্যন্ত সে সহকর্মীর কথা বিশ্বাস করে বাড়ি গেল। বাড়ি গিয়ে জানালায় উঁকি দিয়ে দেখে যে, তার স্ত্রীর সাথে অফিসের বস হাসি-মস্করায় মগ্ন। তাই দেখে এক ছুটে সে অফিসে ফিরে এসে তার সহকর্মীকে তীরস্কার করে বললো, তুমিতো খুব হিতৈষী বন্ধু দেখছি।
বন্ধু বললো, কেন কি হয়েছে ?
সে বললো, তোমার কথা শুনে বাড়ির ভিতরে ঢুকলে হয়েছিলো আরকি। আর একটু হলেই বসের হাতে ধরা পরে যেতাম।
২

সেক্রেটারীঃ জরুরী কথা থাকলে ?
ম্যানেজারঃ যে কথাই হোক তুমি স্রেফ না বলে দেবে। বলবে, অমন কথা সবাই বলে। যাই হোক আমি আর কথা বাড়াতে চাইনা। যা বলছি মনে থাকে যেন। বলবে, অমন কথা সবাই বলে।
ম্যানেজার যেতেই সেক্রেটারী ফোন রিসিভ করতে লাগলো এবং সবাইকে না করতে থাকলো।
এ সময় এক ভদ্র মহিলা ফোন করলে সেক্রেটারী লাইন দিতে না চাওয়ায় ওপাশ থেকে ভদ্র মহিলা, জরুরী, ভীষন জরুরী কথা ইত্যাদি বলেও সেক্রেটারীর মন গলাতে না পেরে শেষে বলেই ফেললো, আমি তার স্ত্রী কথা বলছি।
সেক্রেটারী তখন অধৈর্য কন্ঠে বললো, অমন কথা সবাই বলে।




















কি, নিশ্চই ভালো লাগেনি ?
১. ০৫ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২১ ০