আপনাকে আগ্রা যেতে হলে চড়তে হবে রেল গাড়ি কলকাতা থেকে, আর সময় লাগবে ১ রাত ১ দিন।
কিভাবে পওছবেন টা পাবেন আমার আগের পোস্ট কলকাতা টু আগ্রা - দিল্লি আর ঘাগরা
আজ ইদ তাই সকাল বেলা রাস্তায় বের হবার পর দেখলাম দলে দলে লোকজন ছুটছে মসজিদ এ পায়ে হেটে, এমন দৃশ্য আমি আগে দেখিনি এত মানুষ এর একসাথে ছুটে চলা মসজিদ এর পানে, ভাল লাগল।
এর পর এমজি রোড থেকে একটা রিক্সা নিয়ে ছুটলাম তাজ এর পানে, আপনি চাইলে তাজ এর পাসে এ অনেক হোটেল আছে ওখানে রাত্রি যাপন করতে পারেন, ট্রেন ইস্তেসন এর পাশেই আগ্রার দুর্গ। এবং তার পর কিছুটা পথ বাগান এর পর ই তাজ।
এইপথ দিয়ে সামনে চলতে চলতেই তাজ এর দিকে অগ্রসর হচ্ছি।
এর পর আপনাকে চেক ইন পেরুতে হবে তাই আপনি এখানেই আপনার যানবাহন এর ভাড়া মিটিয়ে উট এর গাড়ি অথবা ছোট কোচ এ করে যেতে হবে তাজ এর গেট পর্যন্ত।
এইবার আপনি পাবেন লকার রুম , এখানে আপনি ১০ রুপি দিয়ে পেয়ে যাবেন একটা বক্স কিন্তু আপনার একটা নিজস্ব তালা সঙ্গে থাকলে ভাল । রিসিট আর টোকেন নিয়ে আবার গিয়ে বসুন কোচ এ, এই যে ২ তলা বিল্ডিং এর দোতালায় একটা সুভেনিউর শপ আছে কিন্তু দাম অনেক , তাই সস্তায় মিনি তাজমহল কিনতে আপনি আগ্রা গেট এ দরদাম করে কিনতে পারবেন ১০০/২০০/৩০০ রুপি সাইজ ভেদে পাবেন।
চলুন এগিয়ে যাই আমরা তাজ এর গেট এ
আমি কিন্তু আজ কোন টিকেট ছারাই ঢুকব ভিতরে কিন্তু কিভাবে ১৫০ রুপির টিকেট ছারা ঢুকব ?
হা হা হা আজ ইদ তাই সকাল ১০ টা পর্যন্ত নাকি ফ্রি এন্ট্রি হা হাহা
আজ তাজ এর গেট খুলেছে ৮ টা য়, আর এখন ৯ টা বাজে । অনেক মানুষ ঢুকছে ভিতরে, আমি প্রথমে বুজতে পারি নি পরে লোক মুখে শুনলাম যে আজ ১০ টা পর্যন্ত ফ্রী।
তাজমহল প্রতি শুক্রবার বন্ধ থাকে আর সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে।
১ম গেট এর পাশেই টিকেট কাউন্তার এবং চেক পোস্ট।
এর পর আবার খোলা মাঠ , বামে তাজমহল এর ঢুকার মেইন গেট এবং ডানে পরবে আর ও একটি গেট। এই ডানে পাসের গেট এর পর ই অনেক হোটেল আছে , চাইলে ওদিক এও থাকতে পারবেন।
উপরের ছবি টা ১৮০ ডিগ্রি ভিউ দেখানোর চেষ্টা করেছি ।
ডানের পাসের ওই বিশাল গেট দিয়ে ভিতরে তাজ।
নিচের ছবির টার উপরের অংশ টা ( বাম থেকে ডানে ৩ টা ছবি মিলে ) তাজ এর ১৮০ ডিগ্রী ভিউ।
এর পর আপনাকে তাজ এর ডান দিকে দিয়ে ১ম মেঝে তে উটতে হবে জুতা খুলে। এর পর ডানেই দেখবেন সুন্দর লাল ইমারত যা তাজ এর সৌন্দর্য বর্ধন করছে।
ও তাজ এর মূল গম্বুজ এর উপরে যে ধাতব দণ্ড টি আছে তার নকশা টার ও ছবি দেখে নিন। ওটা ও যে এত বড় নিচ থেকে দেখে মনে হয় না।
তাজ এর পিছনেই যমুনা নদী, আপনাকে তাজ এর ডান দিকের মেজে দিয়ে হেটে গিয়ে , তাজ এর পিছনে থেকে ঘুরে বাম পাসে আসতে হবে। এরপর আর ও একটি সিরি বেয়ে ২য় মেঝে তে উটতে হবে। এর পর আপনি তাজের ভিতরে প্রবেশ করার গেট খুজে পাবেন ।
পর্ব ২ এ থাকবে তাজ এর ভিতরে মমতাজ এর কবর এর ছবি , যা তোলা সম্পূর্ণ নিষেধ।
বিদ্রঃ আপনার মতামত না জানালে লেখার আগ্রহ কমে যায়,
তাই আপনি অবশ্যই মতামত জানাবেন ,
আর একটা পোস্ট তৈরি করতে আমাকে এই ছবিগুলর সাইজ ছোট করতে হয়েছে , ক্লেজ করতে হেয়েছে, ড্রাফ্ট টা লিখতে হয়েছে , আপ্লয়াদ করতে হয়েছে ছবি গুল , অনেক সময় দিতে হয়েছে। আপনাদের কে দেখাতে চেষ্টা করছে এবং সব ভিউ থেকে ছবি তুলেছি যাতে মনে হয় আপনি ই তাজমহল এর সামনে আছেন।
২০১৩ এর বকরি ইদ এর দিন দেখেছি তাজমহল।