১৯৭১ সাল পাকিস্তান পূর্ব ও পশ্চিম।
কিছু মানুষ এর আশা হল না পূরণ ।
যদি ১৯৭১ এর ১৬ ডিসেম্বর আমাদের বিজয় না হত, যদি জন্মনিত পূর্ব পাকিস্তান, যদি না থাকত বাংলা ভাষা।
যদি না ঘটত ২১ এ ফেব্রুয়ারি ১৯৫২ একটা ভাষার প্রতিষ্ঠা করার আন্দোলন।
ভাষা যে কি জিনিস সেটা আপনি কোন দিন ই অনুভব করতে পারবেন না যদি আপনি ইংরেজি ও বাংলা ভাষা ব্যাবহার নাই এমন কোন এস্থান এ যান।
নিজের মাতৃভাষা বেতিত অন্য ভাষায় মানুষ কখন কস্মিন কালেও তৃপ্ত হয় নাই হবেও না।
একটা যুদ্ধ একটা সংগ্রাম একটা দুরবার আন্দোলন, লক্ষ কোটি প্রান আর হাজার হাজার মা বোন এর ইজ্জত এর বিনিময়ে আসল বিজয়।
বিজয় এত সহজ ছিল না, আজ অনেকেই ১৯৭১ এর মুক্তি যুদ্ধ কে তেমন কিছু মনে করে না, কারন ২ টা একটা হল অজ্ঞতা অথাবা তার পূর্ব পুরুষ গন বাংলাদেশ চায় নি চেয়েছিল পাকিস্তান।
এত কষ্ট করে পাওয়া স্বাধীনতা আর ভাষা এত সহজেই পদদলিত হবে !!!
১৯৭১ এ যারা দেশ এর জন্য যুদ্ধ করছে তারা একটা মুক্তি যুদ্ধের সার্টিফিকেট, কটা টাকা ভাতা, অনেক সম্মান এত সব পাবার আসায় যুদ্ধে যায়নি।
গিয়াছিল মায়ের সম্ভ্রম রক্ষা করতে, গিয়েছিল মায়ের মুখের ভাষা কে যারা তালা মারতে চেয়েছিল তাদের কে হত্যা করতে।
কিন্তু আজ এত কষ্টের অর্জন অনেকেই তোয়াক্কা করেনা।
তারা চায় এমন দেশ নিচের ছবি টা দেখুন
১৯৭১ থেকে ২০১৩ সাল এই ৪২ বছর কে মুছে দিতে, তারা চায় এটা আবার পাকিস্তান হোক।
তারা বানায় বক্তিয়ারের ঘোড়া, সোনার বাংলা, বাসের কেল্লা, তারা চায় আলবদর , আল সামস বাহিনীর উত্থান।
নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ''ইসলাম'' এর নামে জঙ্গিপনা।
ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন
'' অন্যায় ভাবে কাউকে হত্যা কর না'' , আর আজ একদল মানুষ নিরীহ মানুষ হত্যায় মহা আনন্দ পায়।
ভাবতে অবাক লাগে ? তাত লাগবেই কারন আজ ও কিছু মানুষ আছে যারা এই দেশ পাকিস্তান হক সেটাই চায়।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮